রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, নববর্ষের আগে টানা চার দিন ছুটি দিচ্ছে মমতা সরকার

Published : Apr 11, 2025, 10:13 AM IST

রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর! নববর্ষে টানা চার দিনের ছুটি ঘোষণা করেছে মমতা সরকার। ছুটির তালিকায় থাকছে নীল পুজো, আম্বেদকর জয়ন্তী ও নববর্ষের ছুটি।

PREV
110

খুশির হাওয়া রাজ্য সরকারি কর্মীদের মধ্য়ে। প্রকাশ্যে এল ছুটির তালিকা। এবার টাকা চার দিন ছুটি দিল মমতা সরকার।

210

কর্মজীবনে পা দেওয়ার পর থেকে সেভাবে মেলেনা ছুটি। শনি ও রবি ছাড়া হাতে গোনা কয়টি ছুটির দিন।

410

সদ্য প্রকাশ্যে এল ছুটির তালিকা। সেখানে দেখা যাচ্ছে, আগামী ১৩ এপ্রিল নীল পুজো রবিবার। ১৪ এপ্রিল সোমবার বি আর আম্বেদকরের জন্মদিন। ১৫ মঙ্গলবার এপ্রিল নববর্ষ।

510

অর্থাৎ টানা তিন দিন ছুটি তো থাকছেই। তেমনই শনিবার অর্থাৎ ১২ তারিখ ছুটি থাকে যাদের তারা টানা চার দিন ছুটি পাবেন।

610

চলতি মাসে ৬ এপ্রিল ছিল রাম নবমীর ছুটি। ১০ এপ্রিল মহাবীর জয়ন্তীর ছুটি ছিল।

710

তেমনই আবার ১৮ এপ্রিল গুড ফ্রাইডে থাকার জন্য ছুটি থাকবে।

810

মাসের শেষ দিন অর্থাৎ ৩০ তারিখ অক্ষয় তৃতীয়া কিন্তু এখন পর্যন্ত কোনও ধরনের ছুটি ঘোষণা করা হয়নি।

910

নববর্ষের সময় এবার চারদিন মিলবে ছুটি। সব মিলিয়ে খুশির হাওয়া সর্বত্র।

1010

সাধারণত এই সময় ছুটি থাকে স্কুল কলেজে। এবার ছুটি থাকবে সরকারি অফিসেও।

click me!

Recommended Stories