সদ্য প্রকাশ্যে এল ছুটির তালিকা। সেখানে দেখা যাচ্ছে, আগামী ১৩ এপ্রিল নীল পুজো রবিবার। ১৪ এপ্রিল সোমবার বি আর আম্বেদকরের জন্মদিন। ১৫ মঙ্গলবার এপ্রিল নববর্ষ।
510
অর্থাৎ টানা তিন দিন ছুটি তো থাকছেই। তেমনই শনিবার অর্থাৎ ১২ তারিখ ছুটি থাকে যাদের তারা টানা চার দিন ছুটি পাবেন।
610
চলতি মাসে ৬ এপ্রিল ছিল রাম নবমীর ছুটি। ১০ এপ্রিল মহাবীর জয়ন্তীর ছুটি ছিল।
710
তেমনই আবার ১৮ এপ্রিল গুড ফ্রাইডে থাকার জন্য ছুটি থাকবে।
810
মাসের শেষ দিন অর্থাৎ ৩০ তারিখ অক্ষয় তৃতীয়া কিন্তু এখন পর্যন্ত কোনও ধরনের ছুটি ঘোষণা করা হয়নি।