কেন্দ্রীয় বাজেট ২০২৫ পেশের পরই মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যের সরকারি কর্মীরা।
210
আয়কর দিতে হবে না!
রাজ্য সরকারি কর্মীদের বক্তব্য তাদের আয় এতটাই কম যে অনেক রাজ্য সরকারি কর্মীদের আর আয়করের টাকা গুণতে হবে না।
310
কেন্দ্রীয় বাজেট
শনিবার লোকসভায় তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন নির্মলা সীতারামন। মধ্যবিত্তের কথাভেবে আয়করে বিরাট ছাড় দেওয়া হয়েছে।
410
আয়কর ছাড়
নির্মলার বাজেটে বলা হয়েছে এবার থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত কোনও আয়কর দিতে হবে না। বেতনভুকদের ক্ষেত্রে ১২. ৭৫ লক্ষ টাকা ছাড় রয়েছে।
510
বাজেটের পরই কটাক্ষ
কেন্দ্রীয় সরকারের এই বাজেট নিয়ে সরকারি বেসরকারি কর্মীরা যখন উৎফুল্ল তখনই রাজ্যের সরকারি কর্মীরা রাজ্য সরকারের সমালোচনায় সরব হয়েছেন। একই সঙ্গে বেতন নিয়ে নিজেদের দুর্দশার কথাও জানিয়েছেন।
610
রাজ্য সরকারি কর্মীদের বক্তব্য
পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় রয়েছেন। সপ্তম পে কমিশন কবে কার্যকর হতে পারে তা নিয়ে এখনও উচ্চবাচ্য করা হয়নি সরকার তরফে। এই অবস্থায় রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের দাবি, একে সপ্তম বেতন কমিশন কার্যকর করা হয়নি, অন্যদিকে মহার্ঘ ভাতা এতটাই কম যে অধিকাংশ রাজ্য সরকারি কর্মচারীদের আর আয়কর দিতেই হবে না।
710
রাজ্য সরকারি কর্মীদের অভিযোগ
রাজ্য সরকারি কর্মীদের একাংশের কথায় পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের বদান্যতায় এই রাজ্যের সরকারি কর্মীদের বেতন এতটাই কম যে তাদের অধিকাংশকে আর আয়করই দিতে হবে না।
810
মহার্ঘ ভাতা নিয়ে উষ্ণা প্রকাশ
রাজ্যের সরকারি কর্মীদের কথায়, কেন্দ্রের থেকে ৩৯-৪৩ শতাংশ মহার্ঘ ভাতা কম পাচ্ছে এই রাজ্যের সরকারি কর্মীরা।
910
ক্ষোভ বেতন কমিশন নিয়েও
রাজ্য সরকারি কর্মীদের একাংশের ক্ষোভ বেতন কমিশন নিয়েও। এই রাজ্যের সরকারি কর্মীরে ষষ্ঠ বেতন কমিশনের অধীনে বেতন পান। কেন্দ্রে অষ্টম বেতন কমিশন গঠন করা হয়েছে। কিন্তু এই রাজ্যে সপ্তম বেতন কমিশন নিয়ে নীরব সরকার।
1010
রাজ্যের থেকে বেশি মহার্ঘ ভাতা
রাজ্য সরকারি কর্মীদের একংশের বক্তব্য এই রাজ্যের থেকে বেশি মহার্ঘ ভাতা পেয়ে থাকেন উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, অসম, বিহার, গুজরাট, গোয়া, হরিয়ানা, ওড়িশা, রাজস্থান, তামিলনাড়ুর, মধ্যপ্রদেশ, মহারাষ্ট, ছত্তিশগড়, সিকিম, কর্ণাটক, হিমাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ত্রিপুরাও।