DA নিয়ে অসন্তোষের মধ্যেই সরকারি কর্মীদের স্বাগত নবান্নের নতুন বিজ্ঞপ্তিকে, কী এমন রয়েছে তাতে
রাজ্যের সরকারি কর্মীদের সঙ্গে ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে সমস্যা থাকলেও বছর শেষে নবান্নের দুর্দান্ত উপহার। অর্থমন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী এবার থেকে বেড়ানোর জন্য তাঁরা পাচ্ছেন একাধিক ছাড়।
সম্প্রতি রাজ্যের সরকারি কর্মীদের জন্য এলটিসি নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে অর্থ দফতর। নতুন এই নির্দেশিকার মাধ্যমে রাজ্যের সরকারি কর্মীরা বেড়াতে যাওয়ার জন্য বাড়তি সুযোগ সুবিধে পাবেন।
ডিএ জটের মধ্যেই নির্দেশিকা
ডিএ জটের মধ্যেই রাজ্য সরকারি কর্মীদের জন্য নবান্ন যে নির্দেশিকা জারি করেছে তাতে স্বভাবতই বছর শেষে খুশির হাওয়া রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে।
এলটিসি নিয়ে নির্দেশিকা
রাজ্য সরকারের অর্থ দফতরের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে এবার থেকে এসি ট্রেনে ভ্রমণ ও জাহাজে করে আন্দামান যাওয়ার জন্য ভাড়া পাবেন সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যরা।
বন্দে ভারত ও রাজধানী এক্সপ্রেসে ছাড়
রাজ্য সরকারের সব শ্রেণির কর্মী এখন থেকে ট্রেনে সপরিবারে ভ্রমণে শীততাপনিয়ন্ত্রিত শ্রেণির ভাড়া পাবেন। যার অর্থ এবার থেকে রাজ্যের সরকারি কর্মীরা বন্দে ভারত আর রাজধানী এক্সপ্রেসের মত সুপারফাস্ট ট্রেনে ভ্রমণ করতে পারবেন।
অর্থ মন্ত্রকের বিজ্ঞপ্তি
অর্থ দপ্তর এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। তাতে বলা হয়েছে, যেসব কর্মীদের মূল বেতন ৫০হাজার টাকার কম, তাঁরা এসি থ্রি টিয়ারের ভাড়া পাবেন। ৫০ হাজার বা তার বেশি মূল বেতনের কর্মীরা এসি টু টিয়ারের ভাড়া পাবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
জাহাজে ভ্রমণে ছাড়
অর্থ দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী সরকারি কর্মীরা এবার থেকে জাহাজে করে আন্দামান ও লাক্ষাদ্বীপ যেতে পারবেন। যাদের মূল বেতন ৪০ হাজার টাকা তারা প্রথম শ্রেণির কেবিনের ভাড়া পাবেন। কম বেতন যাদের তারা দ্বিতীয় শ্রেণীতে সফর করতে পারবেন।
আগের বিজ্ঞপ্তিতে বিভ্রান্তি
রাজ্য সরকারের কর্মীরা জানিয়েছেন আগের যে বিজ্ঞপ্তি ছিল তাতে কর্মীরা ট্রেনের কোন শ্রেণির ভাড়া পাবেন তা নিয়ে ছিল বিভ্রান্তি।
এলটিসির নিয়ম
রাজ্য সরকারি কর্মীরা এবার থেকে এসি বা বাতানুকুল শ্রেণির ভাড়া পাবেন। ৫ বছর অন্তর সপরিবারে বেড়াতে যেতে পারবেন সরকারি টাকায়।
বিজ্ঞিপ্তিকে স্বাগত
ডিএ নিয়ে অসন্তোষ থাকলেও রাজ্যের সরকারি কর্মীরা অর্থ দফতরের এলটিসি নিয়ে বিজ্ঞপ্তিকে স্বাগত জানিয়েছেন।