'DA নিয়ে রাজ্য নিজেই কনফিউশন তৈরি করছে' মহার্ঘ ভাতা মামলায় বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

Published : Aug 08, 2025, 10:13 AM IST

DA case : সুপ্রিম কোর্টের নির্দেশ বৃহস্পতিবারের পরে ডিএ মামলার শুনানি হবে আগামী সপ্তাহে। সুপ্রিম কোর্টে দীর্ঘ দিন ধরেই চলছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা

PREV
15
সুপ্রিম কোর্টে মহার্ঘ ভাতা মামলা

চলতি সপ্তাহে সুপ্রিম কোর্টে শুরু হয়েছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা মামলার শুনানি। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে এই মামলার শুনানি লাগাতার হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ বৃহস্পতিবারের পরে ডিএ মামলার শুনানি হবে আগামী সপ্তাহে। সুপ্রিম কোর্টে দীর্ঘ দিন ধরেই চলছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা। মে মাসে সুপ্রিম কোর্ট রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া ডিএ ২৫ % মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু রাজ্য রিভিউ পিটিশন দাখিল করেছে।

25
সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ

রাজ্যের বকেয়া ডিএ মামলায় সুপ্রিম কোর্টের বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রে পর্যবেক্ষণ, ' রাজ্য সরকার কনফিউশন তৈরি করে সুযোগ নেওয়ার চেষ্টা করছে।' তিনি বলেছেন, নিজেরাই সমস্যা তৈরি করছে। সেই সমস্যার সুবিধে নেওয়ার চেষ্টা করছে। তিনি বৃহস্পতিবার শুনানিতে বলেছিলেন, ' রাজ্যের সরকারি কর্মীদের অর্থনৈতিক অবস্থার কথা রাজ্য সরকারকেই ভাবতে হবে। ' আইনজীবী রউফ রহিম সওয়ালে বলেছিলেন কোনও সুনির্দিষ্ট নীতী ছাড়াই রাজ্য সরকার খেয়াল খুশি মত ডিএ দিচ্ছে। তাতেই এই প্রতিক্রিয়া সুপ্রিম কোর্টের।

35
রাজ্যকে ডিএ মেটাতে নির্দেশ পূর্বেই

মে মাসের শুনানিতেই রাজ্য সরকারকে বকেয়া ২৫ % DA মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার। সেই জন্য ৬ সপ্তাহ সময়ও দিয়েছিল। কিন্তু রাজ্য ডিএ না মিটিয়ে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছিল। অন্যদিকে রাজ্যের সরকারি কর্মীরা রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছিল। সেই মামলাগুলির শুনানি চলছে সুপ্রিম কোর্টে। পরবর্তী শুনানি আগামী মঙ্গলবার।

45
সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ। রাজ্যকে আইন মেনে চলতে হবে। সুপ্রিম কোর্ট এদিন রাজ্যকে বলে, রাজ্য বলেছিল তারা রোপার ভিত্তিতে বকেয়া ডিএ দেওয়া হবে। রাজ্যকেও আইন মেনে চলতে হবে। যদিও রাজ্যের আইনজীবী স্পষ্ট করে জানিয়েছে রাজ্য ও কেন্দ্র এক নয়।

55
রাজ্যের সওয়াল

রাজ্যের আইনজীবী দাবি করেছে, রাজ্যেরস্মারকলিপিতে স্পষ্ট করে বলা রয়েছে যে নির্দিষ্ট সময় অন্তর ডিএ বাড়ান হবে। রোপা আইনে বা আ রোপা রুল এও কোথাও বলা নেই যে আলাদা সূচক তৈরি করে ডিএ দিতে হবে। এক্ষেত্রে রাজ্যের আর্থিক নীতির উপর ভিত্তি করে প্রয়োজনীয় পদক্ষেপ করার স্বাধীনতা রয়েছে রাজ্য সরকারের। রাজ্যের আইনজীবী শ্য়াম দিওয়ান পাল্টা সওয়াল করেন। তিনি বলেন, সরকার ডিএ দেওয়ার আগে মূল্যবৃদ্ধির বিষয়টি খতিয়ে দেখছে বাজেটের বিষয়টিও মাথায় রাখা হয়েছে। এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের আর রাজ্যের নীতি ভিন্ন হবে।

Read more Photos on
click me!

Recommended Stories