SSC-র ২৬০০০ চাকরিহারার ভবিষ্যৎ কী? আজ কি রায় দিতে পারে সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্টে মামলাকারীদের দাবি ছিল, যারা যোগ্য তাদের যেন নতুন করে পরীক্ষা দিতে না হয়। কারণ সুপ্রিম কোর্ট ২০১৬ সালের প্যানেল বাতিল করে যোগ্যদের নতুন করে পরীক্ষা দিয়ে চাকরিকে যোগ দেওয়ার কথা বলেছিল।

SSC দুর্নীতি
কী হবে রাজ্যের ২৬ হাজার চাকরিহারার ভবিষ্যৎ? কাল অর্থাৎ শুক্রবারই জানা যাবে? ২০১৬ সালের এসএসসির চাকরিহারাদের রিভিউ পিটিশনের রায় ঘোষণা হতে পারে শুক্রবার। তেমনই বলছে ওয়াকিবহাল মহল। এই রায় নিয়ে উদ্বেগ রয়েছে রাজ্যের চাকরিহারাদের একাংশের মধ্যে। অনেকে চাকরিহারা ন্যায় বিচার পাবেন বলেও আশা করছেন।
চাকরি বাতিল
চলতি বছর ৩ এপ্রিল এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায় ঘোষণা করেছিল সুপ্রিম কোর্ট। তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে দুর্নীতির অভিযোগে ২৬ হাজার চাকরি বাতিল করে দেয়। ২০১৬ সালের পুরো নিয়োগের প্যালেনই বাতিল করে দিয়েছিল
মামলাকারীদের দাবি
সুপ্রিম কোর্টে মামলাকারীদের দাবি ছিল, যারা যোগ্য তাদের যেন নতুন করে পরীক্ষা দিতে না হয়। কারণ সুপ্রিম কোর্ট ২০১৬ সালের প্যানেল বাতিল করে যোগ্যদের নতুন করে পরীক্ষা দিয়ে চাকরিকে যোগ দেওয়ার কথা বলেছিল। কিন্তু যোগ্যরা নতুন করে পরীক্ষা দিতে নারাজ। সেই কারণে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলয চাকরি বাতিলের পুর্নর্বিবেচনার অনুরোধ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্যও।
চাকরি হারাদের কথা
সুপ্রিম কোর্ট ন্যায়বিচারের জন্য প্রতিষ্ঠিত হয়েছে। আমরা আশা করি, আদালত পশ্চিমবঙ্গের যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের প্রতি ন্যায়বিচার করবে। আমরা কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নই। আমরা যোগ্যতার ভিত্তিতেই চাকরি পেয়েছিলাম। ছয়-সাত বছর ধরে চাকরি করার পর আজ আমরা অসহায়। সুপ্রিম কোর্টের সামনে দাঁড়িয়ে এক চাকরিহারা এদিন এমনটাই বলেছেন।
শুক্রবার রায়?
কী হবে রাজ্যের ২৬ হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ? কী রায় দিতে পারে শীর্ষ কোর্ট? সেই দিকেই তাকিয়ে রয়েছে রাজ্যের ২৬ হাজার চাকরিপ্রার্থী। তালিকায় শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি শিক্ষা কর্মীরাও রয়েছেন।

