Sandeshkhali: 'ওই ব্যক্তিকে কেন্দ্র করেই এত সমস্যা', সন্দেশখালি মামলায় শাহজাহান নিয়ে বড় মন্তব্য কলকাতা হাইকোর্টের

Published : Feb 20, 2024, 04:05 PM IST
ED attacked on way to search  Shahjahan Sheikhs house in Sandeshkhali Trinamool leader arrested  bsm

সংক্ষিপ্ত

প্রধান বিচারপতি আরও বলেছেন, কলকাতা হাইকোর্ট এই মামলায় শাহজাহানকে ইডি, সিবিআই, পুলিশের সামনে কলকাতা হাইকোর্টে এসে আত্মসমর্পণ করতেও বলতে পারেন। 

সন্দেশখালি ইস্যুতে রীতিমত আশঙ্কা প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। সন্দেশখালির তৃণমূল কংগ্রেস নেতা ফেরার রয়েছে এখনও। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে সন্দেশখালি নিয়ে স্বতঃপ্রণোদিত মামলার শুনানির সময় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম শাহজাহানকে নিয়ে রীতিমত আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেছেন, 'এমন ব্যক্তিকে রক্ষা করা হচ্ছে কিনা আমরা জানি না। তবে মনে হচ্ছে , হয় রাজ্য পুলিশ তাঁকে রক্ষা করেছে। না হলে তিনি পুলিশের আওতার বাইরে চলে গিয়েছেন।'

প্রধান বিচারপতি আরও বলেছেন, কলকাতা হাইকোর্ট এই মামলায় শাহজাহানকে ইডি, সিবিআই, পুলিশের সামনে কলকাতা হাইকোর্টে এসে আত্মসমর্পণ করতেও বলতে পারেন। প্রধান বিচারপতি আরও বলেছেন, 'এত দিন ধরে ওই ব্যক্তিকে কেন্দ্র করে এত সমস্যা। শাহজাহান প্রকাশ্যে এসে তো বলতে পারেন এই সব অভিযোগ সঠিক নয়। কারও জমি নেওয়া হয়নি। '

সন্দেশখালি ইস্যু নিয়ে এক সপ্তাহ আগেই স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অপূর্ব সিংহ রায়। মঙ্গলবার সেই মামলা ওঠে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। শুনানির সময় প্রধান বিচারপতি বলেন, একদন ব্যক্তি পুরো সমস্যার জন্য দায়ী। অথচ তিনি জনপ্রিতিনিধি! মানুষ তাঁকে ভোট দিয়ে নির্বাচন করেছে। যেখানে জনগণের স্বার্থে ওই ব্যক্তির কাজ করা উচিৎ। সেখানে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তিনি জনগণেরই ক্ষতি করেছেন।

সন্দেশখালির তৃণমূল নেতা তথা জেলা পরিষদের সদস্য শেখ শাহজাহান। ৫ জানুয়ারি তাঁর বাড়িতে ইডি হানা দেওয়ার সময় থেকেই ফেরার তিনি। সেই থেকেই উত্তপ্ত সন্দেশখালি। সম্প্রতি মহিলাদের নির্যাতনের অভিযোগে উত্তাল এই এলাকা। সেখানে শাহজাহান ও তাঁর অনুগামীরা মহিলাদের ওপর নির্যাতন চালাত ও জমি জোর করে নিয়েছিল বলেও অভিযোগ উঠেছে। যা নিয়ে উত্তাল হয়েছে রাজ্য। কেন্দ্রীয় প্রতিনিধি দলই এই এলাকা পরিদর্শন করেছে। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে শাহজাহানের অনুগামী উত্তম সর্দার ও শিবু হাজরাকে। কিন্তু এখনও অধরা শাহজাহান।

আরও পড়ুনঃ

বিশ্ব কতজন বাংলায় কথা বলে? ভারতেও এই সংখ্যাটাও কিন্তু কম নয়, জানুন মাতৃভাষা দিবস উপলক্ষ্যে

Ananya Banerjee: বাইবেল টেনে 'যৌনগন্ধী' মন্তব্যে বিতর্কে তৃণমূল কাউন্সিলর অনন্যা, সদস্যপদ খারিজের দাবি বিজেপির

Sandeshkhali: 'রাষ্ট্রপতি শাসন ছাড়া উপায় নেই', সন্দেশখালি সফরের পর বললেন NCW প্রধান রেখা শর্মা

 

PREV
click me!

Recommended Stories

'এখন সুতো গোটাচ্ছে, যতদিন যাবে যন্ত্রণা বাড়বে' কাদেরকে ঠুকলেন শুভেন্দু?
Suvendu Adhikari: ওয়াকফ বিল নিয়ে মমতাকে বিস্ফোরক আক্রমণ শুভেন্দুর! দেখুন কী বলছেন তিনি