প্রতিশোধ নিতে গিয়ে বান্ধবীকে নকলে দায়ে ফাঁসানোর অভিযোগ, অবসাদে আত্মঘাতী ছাত্রী

Published : Dec 10, 2022, 09:44 PM IST
student

সংক্ষিপ্ত

নিহত ছাত্রী শ্রেয়া ঘোষ অষ্টম শ্রেণীতে পড়ত। ১৪ বছরের এই ছাত্রীর বিরুদ্ধে স্কুল কর্তৃপক্ষ পরীক্ষায় নকল করার অভিযোগ তুলেছিল। আর সেই কারণেই ডেকে পাঠান হয়েছিল তার বাবা ও মাকে।

স্কুল ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার জলপাইগুড়ি শহরের দেবনগর এলাকায উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোটও। স্কুল পরীক্ষায় নকল করার অভিযোগ উঠেছিল ছাত্রীর বিরুদ্ধে। তাতেই স্কুল থেকে ডেকে পাঠান হয়েছিল ছাত্রীর বাবা ও মাকে। এই ঘটনা জানাজানি হয়ে যাবে এই আশঙ্কা থেকেই ভয় বা অবসাদে ছাত্রী এক পাতার লম্বা সুইসাইড নোট লিখে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পরিবারের । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

নিহত ছাত্রী শ্রেয়া ঘোষ অষ্টম শ্রেণীতে পড়ত। ১৪ বছরের এই ছাত্রীর বিরুদ্ধে স্কুল কর্তৃপক্ষ পরীক্ষায় নকল করার অভিযোগ তুলেছিল। আর সেই কারণেই ডেকে পাঠান হয়েছিল তার বাবা ও মাকে। ছাত্রী স্কুলেও জানিয়েছিল সে নকল করেনি। গোটা ঘটনায় অভিযুক্ত তাঁর প্রিয় বান্ধবী অনন্যা। ছাত্রী স্কুল কর্তৃপক্ষকে একাধিকবার জানিয়েছিল সে পরীক্ষায় নকল করেনি। কিন্তু স্কুল কর্তৃপক্ষ তা মানতে নারাজ। নিহত ছাত্রী তার সুইসাইড নোটে লিখেছিল তার প্রিয় বান্ধবী নিজের স্বার্থ তার জীবন শেষ করে দিল। শ্রেয়ার আরও চিঠিতে লিখেছে এই ঘটনা জানাজানি হয়ে গেলে সে মুখ দেখাতে পারবে না। আর সেই কারণেই সেই মৃত্যুর পথ বেছে নিল।

পুলিশ সূত্রের খবর শ্রেয়া গোটা ঘটনায় নিজের প্রিয় বান্ধবী আর স্কুল কর্তৃপক্ষকেই দায়ি করেছে। অভিভাবকদের স্কুলে ডাকা শ্রেয়া মেনে নিতে পারনে বলেও মনে করছে পুলিশ। শ্রেয়ার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, বান্ধবী শ্রেয়ার নামে অভিযোগ করেছিল। তাতেই স্কুলে কর্তৃপক্ষ ক্ষুব্ধ হয়ে অভিভাবককে ডেকে পাঠায়। নিহতের পরিবার আরও জানিয়েছে, শ্রেয়াকে ইচ্ছে করে ফাঁসান হয়েছে। কিন্তু স্কুল কর্তপক্ষ কোনও তথ্য প্রমাণ ছাড়াই শ্রেয়ার বিরুদ্ধে তথ্যপ্রমাণ ছাড়াই অভিযোগ করেছিল। তাতেই আত্মহত্যার পথ বেছে নিয়েছিলে। আত্মীয়ের অভিযোগ শ্রেয়ার বাবা মাও বিশ্বাস করেনি শ্রেয়া পরীক্ষায় নকল করতে পারে।

প্রতিবেশীরাও জানিয়েছে অন্যন্যা শ্রেয়ার কাছ থেকে দেখতে চেয়েছিল পরীক্ষার খাতা। কিন্তু শ্রেয়া দেখতে রাজি হয়নি। তাতেই অনন্যা প্রতিশোধ নিতে গিয়ে শ্রেয়াকে ফাঁসিয়ে দিয়েছে। স্থানীয় বাসিন্দারা স্কুলের প্রধান শিক্ষিকা, পরীক্ষক হিসেবে যে শিক্ষাকা ছিলেন তাঁর ও অনন্যা নামে ছাত্রীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন।

আরও পড়ুনঃ

টেট পরীক্ষায় বিঘ্ন ঘটাতে পারে, রবিবার পরীক্ষার আগেই আশঙ্কা প্রকাশ প্রাথমিক শিক্ষা পর্যদের

পঞ্চায়েত প্রধান-সহ ৮ জনের একজোটে পদত্যাগ, শুভেন্দুর গড়ে অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস

হাসিনা বিরোধী বিক্ষোভে উত্তাল বাংলাদেশের রাজধানী ঢাকা, বিরোধী ৭ সাংসদের পদত্যাগ

PREV
click me!

Recommended Stories

Hooghly News: ফর্ম ৭ জমা দিতে গিয়ে আক্রান্ত বিজেপি কর্মীরা! চন্দননগরে তৃণমূলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ
Samik Bhattacharya: রাজ্যে SIR মমতাকে তোপ শমীকের! করলেন নির্বাচন কমিশনের কাছে বিরাট দাবী