মনোনয়ন তুলতে মারধর- হুমকি, পঞ্চায়েত ভোটে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ দলীয় প্রার্থী নিয়ে রাজভবনে গেলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
পঞ্চায়েত নির্বাচনের আগেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে রাজভবনের দ্বারস্থ বিজেপি। সোমবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আক্রান্ত দলীয় প্রার্থীদের সঙ্গে নিয়েই রাজভবনে যান। আক্রান্ত প্রার্থীদের অভিযোগ প্রথমে মনোনয়ন দাখিল করতেই পবাধা দিয়েছিল তৃণমূল কংগ্রেস। সেই বাধা উপেক্ষা করে যে দলীয় প্রার্থীরা মনোনয়ন দাখিল করেছিল তাদের মনোনয়ন তুলে নেওয়ার জন্য ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে , মারধর করা হচ্ছে বলেও অভিযোগ আক্রান্ত বিজেপি প্রার্থীদের।
বিজেপি সূত্রের খবর রাজভবনে গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের নালিশ জানায় বিজেপি। যদিও এর আগেই শনিবারই রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছিলেন বিজেপির রাজ্যসভাপতি। বিজেপির অভিযোগ গোটা রাজ্যেই সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। প্রায় প্রতিটা জেলাতেই কমবেশি আক্রান্ত বিজেপি প্রার্থীরা। ভোটের আগে ভয়ের বাতাবরণ তৈরি করতে চাইছে তৃণমূল। বিজেপির অভিযোগ দুই ২৪ পরগনা, হাওড়ায় তৃণমূল কংগ্রেস কর্মীদের নিশানা বিজেপি।
এদিন সকালেই দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে আক্রান্ত দলীয় কর্মীদের কাছে যান সুকান্ত মজুমদার। তাঁর অভিযোগ মনোনয়ন প্রত্যাহার করার জন্য তৃণমূলের পক্ষ থেকে প্রবল চাপ দেওয়া হচ্ছে। বাড়ি বয়ে হুমকিও দিয়ে যাচ্ছে দুষ্কৃতী। হাওড়ার উলুবেড়িয়া জেলায় তৃণমূল নেতা নির্মল মাজির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তোলে বিজেপি। সেখানে প্রার্থী নয়, বিজেপির স্থানীয় নেতাকে মারধর করা হয় বলেও অভিযোগ উঠেছে। আক্রান্ত বিজেপি নেতা অবশ্য জানিয়েছেন, গোটা ঘটনায় তৃণমূল কংগ্রেস সন্ত্রাসের রং লাগাতে চেয়েছিল। কিন্তু তা সম্ভব হয়নি। অন্যদিকে বাইরুইপুরে স্ত্রী বিজেপির প্রার্থী হওয়া স্বামীকে মারধর করার অভিযোগ উঠে তৃণমূলের বিরুদ্ধে।
এমনই আক্রান্ত বিজেপি প্রার্থীদের নিয়েই সোমবার রাজভবনে গেলেন সুকান্ত মজুমদার। আক্রান্ত বিজেপি প্রার্থীরা নিজেরাই রাজ্যপালের দরবারে গোটা ঘটনা বিস্তারিত বিবরণ দেন। সুকান্ত মজুমদারও সেখানে উপস্থিত ছিলেন। বিজেপি সূত্রের খবর পঞ্চায়েত হাতছাড়া হতে পারে এই আশঙ্কা থেকেই তৃণমূল সন্ত্রাস শুরু করেছে।
অন্যদিকে শনিবার ভাড়র থেকে পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসের অভিযোগ তুলে কড়া বার্তা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি বলেন , 'গণতন্ত্রে এই ধরনের রাজনৈতিক হিংসা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়'। তিনি আরও বলেন, '।'আমি নিজের কানে শুনেছি ও দেখেছি মানুষের আতঙ্ক কোন পর্যায়ে'। কিছু মানুষ আম জনতার জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, এটা চলবে না। রাজনৈতিক হিংসায় চারিদিকে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে'। 'মানুষকে তাঁর গণতান্ত্রিক অধিকার ভয়-ডরহীনভাবে প্রয়োগ করতে দিতে হবে'বলেও দাবি করেন তিনি। পাশাপাশি বিষয়টি নিয়ে রাজ্যের প্রশাসনিক আধিকর্তাদের সঙ্গে কথা বলেছেন বলেও জানান। যা নিয়ে শাসকদলের নেতারা তাঁকে পাল্টা আক্রমণ করতে পিছপা হননি।
আরও পড়ুনঃ
পঞ্চায়েত নির্বাচনে হিংসা নিয়ে কড়া সমালোচনা সিভি আনন্দ বোসের, ক্যানিং-এ রাজ্যপাল
RAW প্রধান হচ্ছেন রবি সিনহা, প্রযুক্তিতে তুখড় IPS অফিসারের সামনে একাধিক কঠিন চ্যালেঞ্জ