BJP News: বঙ্গ বিজেপির সভাপতি নির্বাচন এখনও বাকি রয়েছে। এই অবস্থায় কে হবে আগামী সভাপতি তাই নিয়ে জল্পন তুঙ্গে। বিজেপি সূত্রের খবর সুকান্ত মজুমদারই হচ্ছেন দ্বিতীয়বার সভাপতি।
বিজেপি সূত্রের খবর অমিত শাহের সঙ্গে দিলীপ ঘোষ ইস্যুতেও আলোচনা হয়েছে। দিঘার জগন্নাথ মন্দির দর্শন থেকে শুরু করেছে তারপরের বিতর্কিত মন্তব্য - সব কিছু নিয়েই আলোচনা হয়েছে।
512
পিছিয়ে দিলীপ
বিজেপি সূত্রের খবর দিঘা বিতর্কের জেরে পিছিয়ে পড়েছেন দিলীপ ঘোষ। তাঁর বিষয়ে একটি রিপোর্টও রাজ্য বিজেপির বর্তমান সভাপতি সুকান্ত মজুমদার দিয়েছেন অমিত শাহকে।
612
ডাক পাননি দিলীপ
অমিত শাহের বৈঠকেও ডাক পাননি দিলীপ ঘোষ। এদিন জামাইষষ্ঠীর অনুষ্ঠানেই নিজেকে ব্যস্ত রেখেছিলেন রাজ্য বিজেপির সবথেকে সফল সভাপতি। এই অবস্থায় অনেকেই বলতে শুরু করেছে রাজ্য বিজেপিতে ব্রাত্য দিলীপ ঘোষ।
712
তাহলে সভাপতি কে ?
রাজ্য বিজেপির সভাপতি কে হচ্ছে? এই নিয়ে জল্পনা তুঙ্গে। বিজেপির সূত্রের খবর দ্বিতীয়বার সভাপতি হিসেবে আবারও ঘোষণা হতে পারে সুকান্ত মজুমদারের নাম।
812
বিজেপি সূত্রের খবর
শনিবার রাতের বৈঠকে শুভেন্দু অধিকারী, অমিত মালব্য, সুনীল বানসাল, মঙ্গল পাণ্ডেকে কার্যত জানিয়ে দেওয়া হয়েছে পরবর্তী রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারই থাকছেন। তেমনই বলছে একটি সূত্র।
912
ঘোষণার অপেক্ষা
রাজ্য বিজেপির সভাপতি হিসেবে সুকান্তর নাম শুধুমাত্র ঘোষণার অপেক্ষা মাত্র। তেমনই খবর বিজেপি সূত্রে।
1012
শুভেন্দু সুকান্ত জুটি
বিধানসভার অন্দরে শুভেন্দু অধিকারী আর বিধানসভার বাইরে সুকান্ত মজুমদারের নেতৃত্বে লড়াই হবে। তেমনই রণকৌশল নিচ্ছে বিজেপি।
1112
২০২৬এর বার্তা
নেতাজি ইন্ডোরের দলীয় সমাবেশ থেকে অমিত শাহ ২০২৬ সালের বিধানসভা ভোটের দামামা বাজিয়ে দিয়েছেন। বিজেপিকে তিনি রাজ্যের ক্ষমতায় দেখতে চান তেমনই বার্তা দিয়েছেন।
1212
শুভেন্দু-সাকান্তই তুরুপের তাস
বিজেপি সূত্রের খবর দিল্লির নেতারা শুভেন্দু আর সুকান্তকেও তুরুপের তাস করে ২০২৬এর ভোট বৈতরণী পার হতে চাইছেন। আর সেই কারণে দিলীপ মোটের ওপর ব্রাত্য আপাতত বিজেপিতে।