- Home
- West Bengal
- West Bengal News
- Weather Update: প্যাচপ্যাচে গরম থেকে কবে মিলবে মুক্তি? বর্ষার বৃষ্টির অপেক্ষায় গোটা দক্ষিণবঙ্গ
Weather Update: প্যাচপ্যাচে গরম থেকে কবে মিলবে মুক্তি? বর্ষার বৃষ্টির অপেক্ষায় গোটা দক্ষিণবঙ্গ
Weather Update In WB: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়ছে অস্বস্তি। সকাল থেকেই মেঘ আর রোদের লুকোচুরি খেলা। কিন্তু তারমধ্যেই দরদর করে ঘাম। নাজেহাল দক্ষিণবঙ্গ বাসী।

বর্ষা এলেও স্বস্তি নেই
সময়ের আগেই বঙ্গে ঢুকেপড়েছে বর্ষা। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ঢুকলেও এখনও তেমনভাবে বর্ষার বৃষ্টির দেখা নেই।
বাড়ছে অস্বস্তি
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়ছে অস্বস্তি। সকাল থেকেই মেঘ আর রোদের লুকোচুরি খেলা। কিন্তু তারমধ্যেই দরদর করে ঘাম। নাজেহাল দক্ষিণবঙ্গ বাসী।
কলকাতার তাপমাত্রা
রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় কিছুটা কম। আর সর্বনিম্ন তাপমাত্রা ছইল ২৮.৬ ডিগ্রি।
আদ্রতা
কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে বাতাসে আপেক্ষিক আদ্রতা ছিল প্রায় ৮৬ শতাংশ। যার কারণে অস্বস্তি বাড়ছে। আপাতত স্বস্তির পূর্বাভাস নেই হাওয়া অফিসের ওয়েবসইটে।
সোমবারের তাপমাত্রা
সোমবারও কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা ও আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন হবে না। অস্বস্তি বজায় থাকবে।
বৃষ্টির পূর্বাভাস
হাওয়া অফিসের ওয়েবসাইটে সপ্তাহজুড়ে বৃষ্টির পূর্বাভাস থাকলেও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলির জন্য। বুধ ও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
এদিনের পূর্বাভাস
পশ্চিমবঙ্গের সাত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। আগামী দু'- তিন ঘণ্টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা।
বৃষ্টি হবে
ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতে বৃষ্টির আশঙ্কা। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলকাতাতেও।
বইতে পারে ঝোডো হাওয়া
ঝড়ের গতিবেগ হতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা। সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতরের।
অস্বস্তি কমবে না
বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও আপতত অস্বস্তি কমবে না দক্ষিণবঙ্গে। প্যাচপ্যাচে গরমে জেরবার হতে হবে।
মৌসুমি বায়ু
হাওয়া অফিস আগেই জানিয়েছিল মৌসুমি বায়ু প্রবেশ করেছে বঙ্গে। যার জেরে পাহাড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে।
দক্ষিণবঙ্গে কবে প্রবেশ
দক্ষিণবঙ্গে কবে মৌসুমি বায়ু প্রবেশ করবে তা স্পষ্ট নয়। আলিপুর হাওয়া অফিসের কর্তারা জানিয়েছেন, আগামী দুই দিনের মধ্যেই দক্ষিণবঙ্গে প্রবেশের অনুকূল পরিস্থিতি রয়েছে।

