- Home
- West Bengal
- Kolkata
- কসবা আইন কলেজে ধর্ষণকাণ্ড, যে ১০টি প্রশ্নের উত্তর খুঁজছে কলকাতা পুলিশের তদন্তকরীরা - দেখুন ছবিতে
কসবা আইন কলেজে ধর্ষণকাণ্ড, যে ১০টি প্রশ্নের উত্তর খুঁজছে কলকাতা পুলিশের তদন্তকরীরা - দেখুন ছবিতে
কসবা-কাণ্ডের তদন্তের জন্য রাজ্য সরকার একটি সিট গঠন করেছে। সেই সিটের সদস্য সংখ্যা ৫ থেকে বাড়িয়ে ৯ করা হয়েছে। কলকাতা পুলিশ সূত্রের খবর ঘটনার তদন্তে নেমে কয়েকটি প্রশ্নের উত্তর খুঁজছে । সেগুলি মিললেই তদন্তের শেষ হবে বলেও মনে করছে তদন্তকারীদের একটা অংশ।

কসবা আইন কলেজে ধর্ষণ
কলকাতা-সহ গোটা রাজ্য উত্তাল কসবা আইন কলেজের মধ্যেই তরুণীকে ধর্ষণ করার অভিযোগ ওঠায়। আরজি কর হত্যাকাণ্ডের বছর ঘুরতে না ঘুরতেই রাজ্যবাসীকে নড়িয়ে দিয়েছে এই ঘটনা। যদিও কয়েক দিন আগেই রাজ্যের মানুষকে আঘাত করেছিল কালীগঞ্জের তমোন্নাকে বিজয় মিছিল থেকে বোমা ছুঁড়ে হত্যা করার ঘটনা।
কসবা-কাণ্ডে তদন্ত
কসবা-কাণ্ডের তদন্তের জন্য রাজ্য সরকার একটি সিট গঠন করেছে। সেই সিটের সদস্য সংখ্যা ৫ থেকে বাড়িয়ে ৯ করা হয়েছে। কলকাতা পুলিশ সূত্রের খবর ঘটনার তদন্তে নেমে কয়েকটি প্রশ্নের উত্তর খুঁজছে । সেগুলি মিললেই তদন্তের শেষ হবে বলেও মনে করছে তদন্তকারীদের একটা অংশ।
প্রথম প্রশ্ন
কার মদতে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের এত বাড়বাড়ন্ত। মনোজিৎ মিশ্র শাসক দলের ঘনিষ্ট। তেমনই বলছে সোশ্যাল মিডিয়া পোস্টগুলি। তৃণমূলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে তাঁর ওঠাবসা। স্থানীয় বিধায়কের অত্যন্ত ঘনিষ্ট সে।
দ্বিতীয় প্রশ্ন
কলেজের সিসি ক্যামেরার সংযোগ মনোজিতের মোবাইল ফোনে আসবে কেন? কীভাবে তা এল?
তৃতীয় প্রশ্ন
ঘটনার কসবা আইন কলেজে আর কার কারা ছিল? এখনও পর্যন্ত পুলিশের হাতে মূল অভিযুক্ত, তার দুই সাগরেদ আর নিরাপত্তারক্ষীর উপস্থিতির প্রমাণ পুবিশের হাতে রয়েছে।
চতুর্থ প্রশ্ন
ছাত্রীকে নির্যাতনের পরিকল্পনা কী আগে থেকেই করা ছিল? যদি করা থাকে তাহলে কেন এমন পরিকল্পনা করা হয়েছিল? নাকি তরুণী মনোজিতের প্রেমের প্রস্তাব ফেরাতেই অপমানের প্রতিশোধ নিতে এই ধর্ষণকাণ্ড।
পঞ্চম প্রশ্ন
ছাত্রীকে নির্যাতনের সময় ভিডিও কে শ্যুট করেছিল? মনোজিৎ না তার দুই সাগরেদ? ভিডিও কি অন্য কাউকে পাঠান হয়েছিল?
ষষ্ঠ প্রশ্ন
মনোজিৎ কি কলেজে স্বচ্ছ পথে ভর্তি হয়েছিল? কলেজে ছাড়ার পরেও তার এই রবরবা কেন?
সপ্তম প্রশ্ন
মনোজিতের বিরুদ্ধে একাধিক এফআইআর রয়েছে। কিন্তু তারপরেও সে কী করে কলেজে অস্থায়ী চাকরি পেল?
অষ্টম প্রশ্ন
নিরাপত্তারক্ষী ঘটনার সময় কোথায় ছিলেন? ঘটনার কথা নিরাপত্তারক্ষী লুকিয়ে গিয়েছিল কেন? পুলিশ বা কলেজ কর্তৃপক্ষ কাউকে সে কিছু বলেনি কেন?
নবম প্রশ্ন
কলেজ কর্তৃপক্ষ কেন ঘটনার কথা চেপে গিয়েছিল? পুলিশের দ্বারস্থ আগে হয়নি কেন?
দশম প্রশ্ন
কলেজের ক্লাস শেষ হয় বিকেল ৪টের সময়। তারপরেও মনোজিতরা এত রাত পর্যন্ত যে কলেজে ছিল তা কী কর্তৃপক্ষ জানত? রোজই মনোজিৎরা রাত অবধি কলেজে থাকত?

