- Home
- West Bengal
- West Bengal News
- Summer Vacation: গরম পড়লেও আর কোনও ভাবেই বাড়বে না গরমের ছুটি! Summer Vacation নিয়ে স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর?
Summer Vacation: গরম পড়লেও আর কোনও ভাবেই বাড়বে না গরমের ছুটি! Summer Vacation নিয়ে স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর?
জুনের প্রায় অর্ধেক মাস শেষ হলেও এখনও বর্ষার দেখা নেই। গরমের দাবদাহে ঝালাপালা মানুষের জীবন। যদিও খুলে গিয়েছে সমস্ত স্কুল, তবুও গরমের ছুটি বাড়ছে না বলে জানিয়েছে রাজ্য সরকার।

জুনের প্রায় অর্ধেক মাস শেষ। কিন্তু এখনও দেখা নেই বর্ষার। গরমের দাবদাহে ঝালাপালা মানুষের জীবন। এদিকে যথারীতি খুলে গিয়েছে সমস্ত স্কুল। গরম থেকে বাঁচতেই অনেকেই পুনরায় ছুটি ঘোষণা করার দাবি জানিয়েছিল।
প্রথমে শোনা যাচ্ছিল যে গরমের কথা মাথায় রেখে স্কুলে আবার ছুটি পড়তে পারে। কিন্তু সেই বিষয়ে কোনও রকমই মুখ খোলেনি পর্ষদ।
জানা গিয়েছিল গরমের কথা মাথায় রেখেই ফের একটা লম্বা গ্রীষ্মের ছুটি ঘোষণা করে দিতে পারে রাজ্য সরকার। কিন্তু এখনও পর্যন্ত তেমন কোনও বিজ্ঞপ্তি পাওয়া যায়নি।
অবশেষে কোনও রকম ছুটি বাড়ানো হবে না বলেই জানিয়েছে রাজ্য সরকার। ফলে গরম পড়লেও বাড়ছে না গ্রীষ্মের ছুটি। স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
অভিভাবকরা জানিয়েছেন। দুর্গাপুজোর সময় ১ মাসের লম্বা একটা ছুটি থাকে। সেই ছুটি একটু কমিয়ে এখন প্রয়োজনের সময় গরমের ছুটি দিলে কাজে দিত।
অন্যদিকে ভয়ঙ্কর গরমে স্কুলে যেতে নাভিশ্বাস ফেলছে ছাত্রছাত্রীরা। অসুস্থ হয়ে পড়ছে অনেকেই।
রাজ্যের বহু স্কুলে একটা ভাল ফ্যানও চলে না। ফ্যান পুরান হয়ে যাওয়ায় কমেছে স্পিড। অন্যদিকে এক বেঞ্চে বসতে হচ্ছে ৪ জন থেকে ৫ জনকে। সব কথা মাথায় রেখে ১৩ ও জুন জুন অতিরিক্ত ছুটি দিয়েছেন শিক্ষা মন্ত্রী।
এই ভয়ঙ্কর দাবদাহে স্কুল আরও কিছুদিন বন্ধ থাকারই আর্জি বহু ছাত্রছাত্রীর। তবে আর স্কুল ছুটি দিতে নারাজ রাজ্য সরকার বলেই জানা গিয়েছে।

