Summer Vacation in West Bengal 2025: চলতি মার্চেই কিছুটা হাঁসফাঁস অবস্থা। একটু হাঁটলেই ঘাম ঝড়ছে।
Summer Vacation in West Bengal 2025: গ্রীষ্মের প্রবল দাবদাহ এখনও সেইভাবে শুরু না হলেও বেশ বুঝতে পারা যাচ্ছে যে, এপ্রিল-মে মাসে কী অবস্থা হতে চলেছে। কার্যত, গরম বাড়বে। আর সেই জায়গাতে দাঁড়িয়েই রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি নিয়ে জল্পনা একেবারে তুঙ্গে 9summer vacation in west bengal 2025 school)।
কারণ, চৈত্র মাসের তীব্র দহনে ফের একবার সমস্ত স্কুলে নির্দিষ্ট সময়ের অনেক আগেই গরমের ছুটি পড়ে যেতে পারে বলে মনে করছেন শিক্ষকমহলের একাংশ। আসলে মার্চ মাস থেকেই যেভাবে গরম পড়তে শুরু করেছে, তাতে আগামীতে তা আরও বাড়বে, সেই কথা বলাই বাহুল্য (Summer vacation)।
আর তাই গত কয়েকবছরের রীতি মেনে হয়ত এই বছরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যে কোনওদিন গরমের ছুটি ঘোষণা করে দিতে পারেন বলে শিক্ষকমহলে জোর চর্চা চলছে। কিন্তু একাধিক শিক্ষকের মতে, হঠাৎ করে এইভাবে গরমের ছুটি দিয়ে দেওয়ার বদলে দরকার পড়লে সকালের দিকে স্কুলের ব্যবস্থা করা হোক। মানে স্কুল টাইমিং এগিয়ে আনার পরামর্শ দিচ্ছেন তারা (summer vacation in west bengal school)।
সেইসঙ্গে তারা এই প্রশ্নও তুলছেন যে, পশ্চিমবঙ্গ একটি গ্রীষ্মপ্রধান রাজ্য। সেখানে কী করে মাত্র ১১ দিনের গরমের ছুটি মঞ্জুর করে শিক্ষা দফতর? অনেকে আবার আশঙ্কা করছেন, গরম বাড়তেই ছুটি দিয়ে দিতে পারে রাজ্য। তারপর আবার গরম কমলে কয়েকদিন স্কুল খুলে যেতে পারে। আবার গরম বাড়তে শুরু করলে ফের ছুটি। কিন্তু এইভাবে কি আদৌ সম্ভব? সেই প্রশ্নও উঠতে শুরু করেছে (summer vacation in west bengal school 2025)।
তবে সূত্রের খবর, গরমের ছুটি নিয়ে এখনও অবধি কোনও সরকারি সিদ্ধান্ত নেওয়া হয়নি। নির্দিষ্ট সূচি অনুযায়ী, গরমের ছুটি পড়ার কথা আগামী ১২ মে। অর্থাৎ, অনেক দেরি আছে। আর তারপর স্কুল খোলার কথা ২৩ মে। হিসেব কষলে দেখা যাচ্ছে, মাত্র ১১ দিনের গরমের ছুটি দিয়েছে রাজ্যের শিক্ষা দফতর।
উল্লেখ্য, গত বছর গরমের ছুটি পড়ার কথা ছিল ৯-২০ মে। কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করে দেওয়ার ফলে ২১ এপ্রিলই গরমের ছুটি পড়ে যায় এবং তা চলেছিল ২ জুন পর্যন্ত। অর্থাৎ, প্রায় ২ মাস গরমের ছুটি ছিল ২০২৪ সালে।
কিন্তু অনেক শিক্ষকই মনে করছেন, ১০ দিনের গরমের ছুটি যদি বাড়িয়ে প্রায় ২ মাস করে দেওয়া হয়, তাহলে পাঠ্যক্রম শেষ করাই রীতিমতো চ্যালেঞ্জিং হয়ে পড়ে।
অতীতে দেখা গেছে যে, দীর্ঘ দেড় মাস গরমের ছুটি কাটিয়ে যখন স্কুল খুলছে, তখন ড়ুয়ারা আগে যা পড়েছিল তার অনেককিছুই ভুলে গেছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।