দীর্ঘ দিনের প্রতীক্ষার শেষ হতে পারে চলতি মাসেই। শাস্তির শ্বাস নিতে পারেন রাজ্য সরকারি কর্মীরা। সূত্রের খবর এই মাসেই সুপ্রিম কোর্ট রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার রায় ঘোষণা করেত পারে
দীর্ঘ দিনের প্রতীক্ষার শেষ হতে পারে চলতি মাসেই। শাস্তির শ্বাস নিতে পারেন রাজ্য সরকারি কর্মীরা। সূত্রের খবর এই মাসেই সুপ্রিম কোর্ট রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার রায় ঘোষণা করেত পারে। যদিও সুপ্রিম কোর্টের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও ঘোষণা করা হয়নি। কিন্তু রাজ্য সরকারি কর্মীদের একাংশের মধ্যে কানাঘুষো শুরু হয়ে গেছে এই নিয়ে।
25
রাজ্য সরকারি কর্মীদের খবর
রাজ্য সরকারি কর্মীদের সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ-এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্য়ায় জানিয়েছেন, আগামী সপ্তাহেই রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার রায় ঘোষণা করতে পারে সুপ্রিম কোর্ট। তিনিও জানিয়েছেন এখনও পর্যন্ত সুপ্রিম কোর্ট কিছু ঘোষণা করেনি। তবে তাদের কাছে তেমনই খবর রয়েছে।
35
স্পেশাল বেঞ্চ
মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, আগামী বুধবার দুপুর ৩টে থেকে বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের স্পেশাল বেঞ্চ গঠন হয়েছে। তাই রাজ্য সরকারি কর্মীদের আশা ওই দিনই ডিএ মামলার রায় প্রকাশ পেতে পারে। এক্ষেত্রে আগের দিন সাপ্লিমেন্টারি বা দুই দিন কনফার্ম লিস্টে রায়ের কথা উল্লেখ থাকতে পারে।
মলয় মুখোপাধ্য়ায় আরও বলেছেন, বৃহস্পতিবারও স্পেশাল বেঞ্চ গঠন করা হয়েছে। তবে সেক্ষেত্রে দ্বিতীয় কোনও বিচারপতির নাম এখনও ঘোষণা করা হয়েনি। তাই বুধবারই রায় ঘোষণা হতে পারে বলে আশা করছেন তারা।
55
ডিএ মামলা
সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি শেষ হয়েছে গত সেপ্টেম্বর। তারপরই রায় সংরক্ষণ করেছে আদালত। যদিও সুপ্রিম কোর্টের নির্দেশে ডিএ সম্পর্কে রাজ্য সরকার লিখিত রিপোর্ট জমা দিয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতেই বাকি মামলাকারীরা তাদের রিপোর্ট জমা দিয়েছে।