পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই অধিকাংশ বাড়িতে পৌঁছে গেছে এনুমারেশন ফর্ম। বাড়ি বাড়ি গিয়ে BLO-রা ফর্ম দিয়ে আসছেন। কিন্তু এই ফর্মটি পরিবারের সদস্যদের পুরণ করে তা জমা দিয়ে হবে। যদিও বুথ স্তর কর্মীরা বা আধিকারিকরা এই কাজে সাহায্য করছে। পাশাপাশি সহযোগিতা করছে রাজনৈতিক দলের কর্মীরাও। কিন্তু এই ক্ষেত্রে সমস্যায় পড়েছেন বিবাহিত মহিলারা। এখানেই রইল বিবাহিত মহিলাদের ফর্ম ফিলআপ-এর সম্পূর্ণ গাইড লাইন।
27
ফর্ম ফিলাপে সমস্যা
SIR-এর জন্য এনুমারেশন ফর্ম পুরণ করতে গিয়ে বিবাহিত মহিলাদের কিছু ক্ষেত্রে সমস্যা হচ্ছে। সবথেকে বড় সমস্যা হচ্ছে ফর্মে তারা বাবা না স্বামী - কার নাম লিখবেন। ফর্মে পিতা বা অভিভাবকের নাম - জানতে চাওয়া হয়েছে। এই ক্ষেত্রে যাদের ২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল তাদের জন্য এক নিয়ম। বাকিদের জন্য অন্য নিয়ম।
37
২০০২ সালের ভোটার তালকায় নাম রয়েছে
যেসব মহিলার নাম ২০০২ সালের ভোটার তালিকায় নেই তারা বিবাহিত হোন আর অবিবাহিত হন - তাদের বাবা , মা বা পরিবারের অন্য কোনও আত্মীয়ের নাম - যাদের নাম ২০০২ সালের ভোটার তালিকায় রয়েছে তাদের নাম লিখে ফর্মের ডানদিকের কলামটি পুরণ করতে হবে।
ফর্মের উপরের অংশে মহিলার নাম, বর্তমান এপিক নম্বর, ঠিকানা, এবং একটি নতুন রঙিন ছবি লাগাতে হবে। জন্মতারিখ, আধার নম্বর (ঐচ্ছিক হলেও অবশ্যই দেবেন) এবং ফোন নম্বর লিখতে হবে।
57
অভিভাবকের বিবরণ
২০২৫ অনুযায়ী -
পিতা বা অভিভাবকের নাম- এই অংশ বিবাহিত মহিলাদের অবশ্যই তাঁর বাবার নাম লিখতে হবে।
মায়ের নাম - এই অংশে মায়ের নাম ও তাঁর এপিক নম্বর উল্লেখ করতে হবে।
স্বামীর নাম- এই অংশে স্বামীর নাম, এপিক নম্বর লিখতে হবে। যদি বাবা, মা ও স্বামী মৃত হন তবে শুধুমাত্র নাম লিখলেই হবে। এপিক নম্বর লেখার প্রয়োজন নেই।
67
আত্মীয়ের বিবরণ
এই অংশে আত্মীয়ের নাম লিখতে হবে। যারা তথ্যের ভিত্তিতে আপনি ফর্ম পুরণ করছেন তাঁর তথ্য দিতে হবে। ২০০২ সালের ভোটার তালিকা অনুযায়ী আত্মীর এপিক নম্বরও দিতে দিতে হবে। আত্মীর নাম ও তাঁর সঙ্গে আপনার সম্পর্কের কথাও উল্লেখ করতে হবে। ২০০২ সালের ভোটার তালিকায় যা লেখা রয়েছে তাই লিখে দিন।
২০০২ সালের ভোটার তালিকা অনুযায়ী জেলা, বিধানসভা কেন্দ্র, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা পুরণ করতে হবে।
77
২০০২ সালের তালিকায় যাদের নাম ছিল
যেসব বিবাহিত মহিলাদের নাম ২০০২ সালের ভোটার তালিকায় ছিল তাদের শুধুমাত্র ফর্মের বাঁদিকের অংশটি পুরণ করতে হবে।