রাজ্যের সরকারি কর্মীরা এবার থেকে ঠিক কত ডিএ পাবেন? সুপ্রিম কোর্টের ২৫% নির্দেশ ধরে রইল হিসেব

Published : May 16, 2025, 04:13 PM IST

DA News: সুপ্রিম কোর্টে বড় জয় রাজ্য সরকারি কর্মীদের। ২৫ শতাংশ হারে ডিএ দেওয়ার নির্দেশ। কত টাকা পাবেন রাজ্যের সরকারি কর্মীরা। রইল সেই হিসেব। 

PREV
112
সুপ্রিম কোর্টের রায়ে স্বস্তি

দীর্ঘ টালবাহানার শেষপর্যন্ত সুপ্রিম কোর্টের রায়ে স্বস্তিতে রাজ্যের সরকারি কর্মীরা। সুপ্রিম কোর্টের নির্দেশ চার সপ্তাহের মধ্যে ২৫ শতাংশ ডিএ দিতে হবে।

212
রাজ্যের দাবি

কেন্দ্রের হারে ডিএ দিতে হবে নবান্নকে। এই দাবিতে দীর্ঘ দিন ধরেই সরব ছিলেন রাজ্যের সরকারি কর্মীরা। কেন্দ্রের সরকারি কর্মীরা বর্তমানে ৫৫% হারি ডিএ পান।

312
রাজ্যের কর্মীদের এতদিন ডিএ

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের অধীনে ১৮ শতাংশ হারে ডিএ পান। ফেব্রুয়ারিতে বাজেট অধিবেশনে সময়ই মমতা বন্দ্যোপাধ্য়য় ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করেছিলেন।

412
কেন্দ্রের সঙ্গে ফারাক

বর্তমানে কেন্দ্র ও রাজ্যের সরকরি কর্মীদের ডিএ-র ফারাক অনেকটই। বর্তমানে ৩৭% ডিএ-র ফারাক রয়েছে।

512
সুপ্রিম কোর্টের নির্দেশ

সুপ্রিম কোর্ট শুক্রবার শুনানিতে রাজ্য সরকারকে ৫০% হারে ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু রাজ্যের আইনজীবী অভিষেক মুনু সিংভি বলেছেন রাজ্যের আর্থিক সমস্যা রটেছে। বিপুল পরিমাণ টাকা দিতে গেলে রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে।

612
২৫% ডিএ দেওয়ার নির্দেশ

এদিন সুপ্রিম কোর্টে রাজ্য সরকারে ২৫% শতাংশ ডিএ চার সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। তাদের রাজ্যের সরকারি কর্মীদের ডিএ হবে ৪৩ শতাংশ।

712
এপ্রিলে কার্যকর

এপ্রিল মাস থেকেই বর্ধিত ২৫ শতাংশ ডিএ কার্যকর করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

812
ফারাক থাকবে

রাজ্য সরকার কর্মীদের ৪৩ শতাংশ হারে ডিএ দিলে ফারাক থাকবে প্রায় ১২ শতাংশ।

912
অর্থমন্ত্রীর প্রতিক্রিয়া

রাজ্যের দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, হাতে অর্ডারের কপি পেলেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

1012
রাজ্য সরকারি কর্মীদের বার্তা

সুপ্রিম নির্দেশের পর সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন,' সরকারি কর্মচারীদের যে মহার্ঘভাতা প্রাপ্য, সেটা রাজ্য সরকার এত দিন অস্বীকার করছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে এটা স্বীকৃতি পেল যে, এটা আমাদের প্রাপ্যই।'

1112
সুপ্রিম কোর্ট জানিয়েছে

সুপ্রিম কোর্ট জানিয়েছে, ডিএ কোনও সাংবিধানিক অধিকার নয়। কিন্তু টাকা আটকে রাখাটাও কাজের কথা নয়। তাই ডিএ দিতে হবে রাজ্য সরকারকে।

1212
পরবর্তী শুনানি

এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে অগস্ট মাসে।

Read more Photos on
click me!

Recommended Stories