দিলীপ ঘোষ বিজেপি রাজ্যসভাপতি হচ্ছেন? বিধানসভায় বৈঠক শুভেন্দুর সঙ্গে

Published : Mar 18, 2025, 07:54 PM IST

Suvendu-Dilip in Assembly: মঙ্গলবার বিধানসভায় দিলীপ ঘোষ আর শুভেন্দু অধিকারীর সক্ষাৎ হয়। দেখ হল। কথাও হল। এখানেই শেষ নয়, বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠকও করেন। 

PREV
110
দিলীপ-শুভেন্দু একসঙ্গে

মঙ্গলবার বিধানসভায় দিলীপ ঘোষ আর শুভেন্দু অধিকারীর সক্ষাৎ হয়। দেখ হল। কথাও হল। এখানেই শেষ নয়, বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠকও করেন।

210
ভোজসভায় দুই নেতা

শুভেন্দ ও দিলীপ একই সঙ্গে বিধানসভায় ভোজ সারেন। কথা বলেন দলের নেতাদের সঙ্গে।

310
বিধায়কদের অনুরোধ

এদিন বিধানসভায় বিজেপি বিধায়করা রাজ্যের দুই নেতাকে একজোট হয়ে লড়াই করার আবেদন জানিয়েছেন।

410
পাল্টা টিপস দিলীপের

পাল্টা দিলীপ ঘোষ বিধায়কদের জনসংযোগ বাড়াতে টিপসও দেন।

510
শুভেন্দু - দিলীপ যুযুধান

শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ যুযুধান- এমনটাই রটনা রাজ্য বিজেপির অন্দরে। বিজেপিতে কানাঘোষু দুই নেতার কথাবার্তা প্রায় বন্ধ। যদিও বিধানসভায় অন্যছবি দেখা গেল।

610
বরফ গলছে

রাজ্যে সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। কোর কমিটির বৈঠকও হয়েছে। এই অবস্থায় কী দুই নেতার সম্পর্কের বরফ গলছে? প্রশ্ন উঠেছে বিজেপির অন্দরে। বিজেপির অনেকেরই দাবি দিলীপকেই আবার ফেরানো হোক সভাপতির পদে।

710
বিধানসভায় মধ্যমণি দিলীপ

বিধানসভায় এদিন মধ্যমণি ছিলেন দিলীপ ঘোষ। দুপুরে বিধানসভায় যান। সেখানে পরিষদীয় দলের বৈঠকও ছিলেন তিনি।

810
দিলীপের বার্তা

এদিন বিধানসভায় পরিষদীয় বৈঠকে দিলীপ ঘোষ বলেছেন, বিধানসভায় জিততে হলে নিজের এলাকায় ভাল কাজ করতে হবে। দলকে জেতাতে হবে। এলাকায় চা-চক্র করারও পরামর্শ দেন দিলীপ। লোকের সঙ্গে ভাল ব্যবহার করতেও বলেন।

910
৭ মাস পরে বিধানসভায় দিলীপ

প্রায় ৭ মাস পরে বিধানসভায় গিয়েছিলেন দিলীপ ঘোষ। এর আগে ১ অগাস্ট গিয়েছিলেন। সেই সময়ও তাঁকে গেরুয়া উত্তরীয় পরিয়ে বরণ করে নিয়েছিলেন শুভেন্দু অধিকারী।

1010
জল্পনা ওড়ালেন শুভেন্দু

সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু জানিয়েছেন, 'দল যাকে মনে করবে তাঁকেই সভাপতি করবে।' দিলীপ ঘোষের সঙ্গে সুস্থ সম্পর্ক রয়েছে বলেও দাবি করেন তিনি।

Read more Photos on
click me!

Recommended Stories