- Home
- West Bengal
- West Bengal News
- বঙ্গ বিজেপির সভাপতি কে? প্রক্রিয়ার মধ্যেই আচমকা দিল্লি গেলেন শুভেন্দু অধিকারী
বঙ্গ বিজেপির সভাপতি কে? প্রক্রিয়ার মধ্যেই আচমকা দিল্লি গেলেন শুভেন্দু অধিকারী
Suvendu Adhikari visits Delhi: একদিকে বঙ্গ বিজেপির সভাপতি নির্বাচনের প্রক্রিয়া চলছে। সেই সময়ই আচমকাই দিল্লি গেলেন শুভেন্দু অধিকারী। যদিও জানিয়েছেন সুকান্ত মজুমদারের বাড়িতে বিজেপি সাংসদদের বৈঠকে যোগ দেবেন তিনি।

বিজেপির সভাপতি নির্বাচন প্রক্রিয়া
বিজেপির সভাপতি নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে। সূত্রের খবর কোর কমিটির বৈঠকও শুরু হয়েছে রাজ্য।
রবিবার কোর কমিটির বৈঠক
সভাপতি নির্বাচন নিয়ে রবিবার বিজেপির সল্টলেকের কার্যালয়ে বৈঠকে বসেছিলেন কোর কমিটির সদস্যরা।
পরের দিনই শুভেন্দুর দিল্লি যাত্রা
এই কোর কমিটির প্রথম পর্যায়ের বৈঠকের পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই শুভেন্দু অধিকারীর দিল্লি যাত্রা। যা নিয়ে রাজ্য বিজেপির অন্দরে জল্পনা শুরু হয়েছে।
শুভেন্দুর বক্তব্য
শুভেন্দু অধিকারী অবশ্য বলেছেন, সোমবার সন্ধ্যায় সুকান্ত মজুমদারের দিল্লির বাড়িতে একটি বৈঠক রয়েছে।
বৈঠকে আর কে?
শুভেন্দু জানিয়েছেন এই বৈঠকে বিজেপির কয়েক জন সাংসদও থাকবেন। সাংসদদের বৈঠকেই যোগ দিতে দিল্লি যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
অমিত শাহের সঙ্গে দেখা হবে?
অমিত শাহের বিশেষ স্নেহভাজন শুভেন্দু অধিকারী। দিল্লিতে গেলে তিনি দেখা করেন অমিত শাহের সঙ্গে। কিন্তু এবার কী শুভেন্দু দেখা করবেন অমিত শাহের সঙ্গে? এই প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন।
অমিত শাহের বঙ্গ সফর
চলতি মাসের শেষের দিকে অমিত শাহের বঙ্গ সফরের কথা রয়েছে। তাই এই অবস্থায় শুভেন্দুর দিল্লি সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেও মনে করছে গেরুয়া শিবির।
এক দিনের বঙ্গ সফর
বিজেপি সূত্রের খবর আগমী ২৯ মার্চ এক দিনের সফরে কলকাতায় আসছেন অমিত শাহ। একাধিক সাংগঠনিক বৈঠর সেরেই ফিরে যাবেন দিল্লিতে।
আগেই সভাপতি ঘোষণা
বিজেপি সূত্রের খবর অমিত শাহের বঙ্গ সফরের আগেই রাজ্য বিজেপির সভাপতির নাম ঘেষণা করা হতে পরে।
শুভেন্দু দিল্লিতে কেন?
এই পরিস্থিতিতে শুভেন্দুর দিল্লি যাত্রা যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ তা আর বলার অপেক্ষা রাখে না। কারণ বিজেপির সভাপতির ওপর এবার গুরুদায়িত্ব পড়বে। কারণ সভাপতির নেতৃত্বেই বিজেপি আগামী বছর অর্থাৎ ২০২৬-এ বিধানসভা নির্বাচন করবে।

