দিঘা জগন্নাথ মন্দিরের ধ্বজা পোড়ার কারণ কী? সোশ্যাল মিডিয়ার বিস্ফোরক পোস্ট শুভেন্দুর

Published : Jul 14, 2025, 07:53 PM IST
Suvendu Adhikari explosive social media post on  burning Digha Jagannath Temple flag

সংক্ষিপ্ত

বজ্রপাতে পুড়ে গিয়েছে দিঘার জগন্নাথ মন্দিরের ধ্বজা। সেই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

বজ্রপাতে পুড়ে গিয়েছে দিঘার জগন্নাথ মন্দিরের ধ্বজা। সেই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু দিঘার জগন্নাথ মন্দিরের অনাচার হচ্ছে বলেই এই ঘটনা ঘটেছে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। সেই কারণ তুলে শুভেন্দু নাম না করে কড়া ভাষায় সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের।

সোশ্যাল মিডিয়া পোস্টে শুভেন্দু অধিকারী বলেন, 'দীঘার জগন্নাথ কালচারাল সেন্টার এ ভাস্কর্যের উপরে লাগানো ধ্বজ বজ্রপাতে পুড়ে গেলো।

মহাপ্রভু শ্রীশ্রী জগন্নাথ জগতের নাথ, রাজনীতির জন্য ধর্ম নিয়ে ছেলেখেলা তিনিও ভালো ভাবে নেন নি। বিধর্মীদের যথেচ্ছ প্রবেশ, আমিষ খাবার খেয়ে শাস্ত্রবিধি না মেনে পুজো অর্চনা, রথের রশি জুতো দিয়ে মাড়ানো এমন সব ভুরি ভুরি অনাচার। কোনো একজনের অহং বোধ কে তুষ্ট করতেই মহাপ্রভুকে 'ব্যবহার' করা হচ্ছে, কিন্তু কথায় আছে 'চখা আঁখি সবু দেখুচি'.........' । ক্যাপশনে তিনি লিখেছিলেন. '*লক্ষণ ভালো নয়...* ' ছবিতে তিনি আগের মন্দিরের অবস্থা ও বর্তমান মন্দিরের ধ্বজার ছবি দিয়েছেন।

 

 

দিঘার মন্দিরের এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়া রীতিমত সরগরম। কিন্তু শুভেন্দুর এই মন্তব্য দিঘার ঘটনায় রাজনীতি যোগ করেছে। তিনি প্রথম দিন থেকেই দিঘার মন্দির নিয়ে একাধিক মন্তব্য করেছেন। তবে এবার তিনি সরাসরি বিস্ফোরক মন্তব্য করেন।

চলতি বছরই দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এটি কালচারাল সেন্টার হিসেবেই দেখান হয়েছে খাতায় কলমে। কিন্তু প্রথম থেকেই এই মন্দিরকে কেন্দ্র করে একাধিক জটিলতা তৈরি হয়েছে। যাতে নতুন মাত্রা পেয়েছে ধ্বজা পুড়ে যাওয়া।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

রাজ্যজুড়ে আরও বাড়বে শীতের আমেজ, উইকএন্ডে কেমন থাকবে আবহাওয়া? রইল আবহাওয়ার বিরাট আপডেট
চাপের মুখে বাবরি মসজিদ নিয়ে বড় ঘোষণা হুমায়ুন কবীরের, দেখুন কী বলছেন