Suvendu On SIR: SIR নিয়ে শুভেন্দু অধিকারী রীতিমত হুঁশিয়ারি দিলেন রাজ্য সরকারকে। তিনি জানিয়েছেন, বিজেপি ভোটার তালিকার নিবিড় সংশোধন বা SIR-এর প্রক্রিয়ায় যাবতীয় সহযোগিতা করবে।
পশ্চিমবঙ্গে SIR বা ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু হবে। তারই শেষ পর্বের প্রস্তুতি শুরু হয়েছে। জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে জাতীয় নির্বাচন কমিশনের দল বাংলায় উপস্থিত হয়েছে। দফায় দফায় বৈঠক চলছে। জেলার নির্বাচনী আধিকারিকদের সঙ্গেও বৈঠক করছেন।
25
শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি
এই পরিস্থিতিতেই SIR নিয়ে শুভেন্দু অধিকারী রীতিমত হুঁশিয়ারি দিলেন রাজ্য সরকারকে। তিনি জানিয়েছেন, বিজেপি ভোটার তালিকার নিবিড় সংশোধন বা SIR-এর প্রক্রিয়ায় যাবতীয় সহযোগিতা করবে। ভুয়ো ভোটারদের নাম বাদ যাতে যায় তার ব্যবস্থা বিজেপি করবে বলেও জানিয়েছেন।
35
শুভেন্দুর বার্তা
সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী বলেন, এক কোটিরও বেশি ভোটারের নাম বাদ দেওয়া উচিৎ SIR থেকে। তাঁর দাবি বাংলায় বিস্তীর্ণএলাকায় সন্ত্রাসের পরিবেশ রয়েছে। কাঁটাতারের বেড়া না থাকায় বহু বাংলাদেশি মুসলিম অবৈধভাবে এই রাজ্যে প্রবেশ করে বসবাস শুরু করেছে। তাদের নাম সরিয়ে ত্রুটিমুক্ত করতে হবে ভোটার তালিকাকে।
শুভেন্দু অধিকারী আরও বলেন, বিজেপি সজাগ দৃষ্টি রাখতে SIRএর ওপর। তিনি বলেন, 'প্রধান বিরোধী দল হিসেবে, রাজনৈতিক দল হিসেবে আমরাও সাহায্য করব। চূড়ান্ত লিস্ট না বেরনো পর্যন্ত আমাদের সজাগ দৃষ্টি থাকবে। ' তিনি স্পষ্ট করে জানিয়েছে এই রাজ্যের জন্য ভোটার তালিকার সংশোধন খুবই জরুরি।
55
SIR কবে থেকে?
এখনও SIR হবে কিনা তা নিয়ে নির্বাচন কমিশন চূড়ান্ত ঘোষণা করেনি। তবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। SIR-এর জন্য প্রস্তুত হতে বলা হয়েছে। সূত্রের খবর ১৫ অক্টোবরের পরই খাতায় কলমে SIR শুরু হতে পারে এই রাজ্যে। কিন্তু তার আগেই SIR নিয়ে সরকার ও বিরোধীদের মধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।