মন্ত্রীর গড়ে কোটি টাকার রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ,প্রতিবাদ করতে গেলে মিলছে হুমকি, সঠিক ভাবে রাস্তা নির্মাণের দাবিতে পথে নেমে বিক্ষোভ এলাকাবাসীর।
মন্ত্রীর গড়ে কোটি টাকার রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ,প্রতিবাদ করতে গেলে মিলছে হুমকি, সঠিক ভাবে রাস্তা নির্মাণের দাবিতে পথে নেমে বিক্ষোভ এলাকাবাসীর। তবে রাস্তা নির্মাণে যে দুর্নীতি হয়েছে তা জানেন না বলে সাফাই মন্ত্রীর। এই ঘটনা মালদার হরিশ্চন্দ্রপুরের ১ নম্বর ব্লকের কাউয়ামারি গ্রামে। যা নিয়ে রীতিমত কটাক্ষ করেছে বিজেপি।
রাস্তা নির্মাণে দুর্নীতি
মন্ত্রীর গড়ে রাস্তা নির্মাণে দুর্নীতির ছায়া। সিডিউল না মেনে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ। ভেঙে পড়ছে নির্মীয়মান রাস্তা। স্থানীয় জন-প্রতিনিধি বা ঠিকাদারি সংস্থাকে বলতে গেলে মিলছে হুমকি। সিডিউল দেখতে চাইলে বলা হচ্ছে নবান্নে যাওয়ার কথা। এবার সঠিক ভাবে রাস্তা নির্মাণের দাবিতে বিক্ষোভ এলাকাবাসীর। বৃহস্পতিবার দুপুরে মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের কাউয়ামারি গ্রামের এই বিক্ষোভের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই এলাকায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে ১ কোটি ২৭ লক্ষ টাকা বরাদ্দকৃত অর্থে ৬০০ মিটার রাস্তা সংস্কারের কাজ শুরু হয়। কিন্তু এলাকাবাসীর অভিযোগ শুরু থেকেই নিয়ম মেনে হচ্ছে না কাজ। ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী।
১৬ ফিট চওড়া রাস্তা হওয়ার কথা থাকলেও কাজ হচ্ছে ৯ ফিট। রাস্তার ধারে জলাশয় থাকার ফলে গার্ডওয়াল নির্মাণের দরকার। কিন্তু করা হয়নি গার্ডওয়াল। দুই মাস ধরে বন্ধ কাজ। এখনও সমাপ্ত হয়নি রাস্তা। এই অবস্থাতেই ভেঙে পড়ছে নির্মীয়মান রাস্তা। বিক্ষোভকারীদের অভিযোগ তারা প্রথম থেকে ঠিকাদারী সংস্থা কে বলছেন। বলা হচ্ছে স্থানীয় জন-প্রতিনিধিদের। কিন্তু কেউ কোন কর্ণপাত করছে না। তাই এদিন পথে নেমে বিক্ষোভ প্রদর্শন করে এলাকাবাসী। প্রসঙ্গত এই রাস্তা ঘটা করে উদ্বোধন করে ছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমূল হোসেন। রাস্তার এই মান নিয়ে তার ভূমিকাতেও উঠেছে প্রশ্ন। তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে বিজেপি। দুর্নীতি নিয়ে তিনি কিছু জানেন না দাবি মন্ত্রীর।শুরু হয়েছে রাজনৈতিক তরজা।


