'তুমি কততে বিক্রি হও মমতা বন্দ্যোপাধ্যায়?'- ফের কুশ্রী ভাষায় তৃণমূল নেত্রীকে আক্রমণ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নেন অভিজিৎ। তমলুকের পদ্ম প্রার্থী বলেন, ‘তোমার হাতে ৮ লাখ টাকা দিলে একখানা চাকরি দাও। ১০ লাখ গুঁজে দিলে আবার অন্য দেশে রেশন হাওয়া হয়ে যায়। এদেশে রেশন থাকেই না। তোমার দর ১০ লাখ কেন?’

Parna Sengupta | Published : May 16, 2024 11:54 AM IST

ফের নজিরবিহীন ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন প্রাক্তন বিচারপতি ও তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজনীতির আঙিনায় পা রাখার পর থেকে একাধিকবার রাজ্যের শাসক দল এবং দলনেত্রীকে নিশানা করেছেন তিনি। বৃহস্পতিবার কাঁথি এবং এগরায় সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার আগে বুধবার হলদিয়ায় সভা করেন অভিজিৎ। সেই সভা থেকে সন্দেশখালি কাণ্ডের প্রসঙ্গ টেনে তৃণমূল নেত্রীকে কার্যত তুলোধোনা করেন বিজেপি প্রার্থী।

গতকাল হলদিয়ার সভা থেকে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নেন অভিজিৎ। তমলুকের পদ্ম প্রার্থী বলেন, 'তোমার হাতে ৮ লাখ টাকা দিলে একখানা চাকরি দাও। ১০ লাখ গুঁজে দিলে আবার অন্য দেশে রেশন হাওয়া হয়ে যায়। এদেশে রেশন থাকেই না। তোমার দর ১০ লাখ কেন? কেয়া শেঠকে দিয়ে তুমি মুখে মেক আপ করাও বলে? রেখা গরিব মানুষ। লোকের বাড়ি কাজ করে। ও আমাদের প্রার্থী। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রূপসী নন। সেই কারণেই তাঁকে ২০০০ টাকার বিনিময়ে কিনে নেওয়া যায়? একজন মহিলা হয়ে অন্য একজন মহিলা সম্বন্ধে এমন মন্তব্য কীভাবে করলেন ভাবতে পারি না!'

অভিজিতের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। উল্লেখ্য, সন্দেশখালি কাণ্ড নিয়ে দীর্ঘদিন ধরে উত্তাল রাজ্য রাজনীতি। গত কয়েকদিনে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার পর সেই ঘটনায় যোগ হয়েছে নতুন মাত্রা। বিজেপি প্রার্থী রেখা পাত্রের নামও জড়িয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article

Latest Videos

click me!

Latest Videos

Suvendu Adhikari : 'ক্ষ্যাপা কুকুর! ও জেলে যাবে...কি করতে হবে জানি' কোমর বেঁধে নামছেন শুভেন্দু!
Hollong Bungalow Fire | আগুনে ভস্মীভূত ঐতিহ্যবাহী হলং বাংলো, মন খারাপ প্রকৃতি প্রেমীদের
Sandeshkhali : ফের 'অশান্তি' সন্দেশখালিতে! আতঙ্কে শিটিয়ে মহিলারা, অন্ধকার হতেই বাড়ছে আতঙ্ক!
Suvendu Adhikari : নিলেন বড় পদক্ষেপ! মৃত BJP কর্মীর ছেলের চোখে জল দেখে ফুঁসে উঠলেন শুভেন্দু!
Horoscope Live : আজ ১৯ জুন, কোন রাশির কপালে কি আছে! আপনার রাশি মিলিয়ে দেখে নিন