Vote Violence: ষষ্ঠ দফা ভোটের আগেই রক্তাক্ত বাংলা, তমলুকের মহিষাদলে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন

ভোট সন্ত্রাস তমলুকে। মহিষাদলে তৃণমূল কংগ্রেস কর্মীকে কুপিয়ে খুন। ময়না মাথায় কোপ তৃণমূল কর্মীর। কাঠগড়ায় বিজেপি।

 

ভোট সন্ত্রাসে উত্তপ্ত হচ্ছে বাংলা। ষষ্ঠ দফা ভোট শুরুর আগেই রক্তাক্ত হল এই রাজ্যের মাটি। উত্তপ্ত রাজ্যের নির্বাচনী হটসিট হিসেবে পরিচিত তমলুক লোকসভা কেন্দ্র। তমলুক লোকসভা কেন্দ্রের মহিষাদলে তৃণমূল কংগ্রেস কর্মীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে বিজেপি বিরুদ্ধে। এই কেন্দ্রেরই ময়নাতে তৃণমূল কর্মীকে মারধর করার হয়েছে বলে অভিযোগ। দুটি ক্ষেত্রেই অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

মহিলাদলে তৃণমূল কর্মী খুনঃ

Latest Videos

শুক্রবার সন্ধ্যায় মহিষাদলতে ধামাইতনগরে তৃণমূল কংগ্রেস কর্মী ৪২ বছরের শেখ মইবুল বাইকে চেপে বাড়ি ফিরছিল। সেই সময়ই স্থানীয় বাজারে তাঁর সঙ্গে কয়েক জনের বচসা বাধে। পরে তা হাতাহাতির রূপ নেয়। প্রথম বেধড়ক মারধর করা হয়। তারপর ধারালো অস্ত্র দিয়ে কোপান হয়। গুরুতর জখম অবস্থাতেই সেখানে মইদুলকে ফেলে যায় দুষ্কৃতীরা। পরে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।

Sixth Phase: প্রাক্তন বিচারপতি থেকে প্রাক্তন দম্পতির লড়াইয়ে জমজমাট ষষ্ঠ দফা, আট কেন্দ্রে কড়া নিরাপত্তা

এই ঘটনায় তৃণমূল কংগ্রেস সরাসরি কাঠগডায় তুলেছে বিজেপিকে। স্থানীয় বিধায়ক তিলককুমার চক্রবর্তী জানিয়েছেন, গতকাল বুথ এজেন্টদের ফর্ম ফিলাপ হয়েছে। তারপর স্থানীয় মহিলা তৃণমূল কর্মীকে বাড়িতে ছাড়তে গিয়েছিল মইদুল। সঙ্গে ছিল আরও তিন জন। পথেই বিজেপি চড়াই হয়। বাকিরা পালিয়ে গেলেও মইদুল পালাতে পারেনি। ঘটনাস্থানেই তাঁকে খুন করা হয়। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি এই ঘটমার সঙ্গে তাদের যোগ নেই। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই খুন মইদুল।

রেখা পাত্র কি জিতবে? বসিরহাট লোকসভার ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী সন্দেশখালির শাহজাহানের

ময়নায় আহত তৃণমূল কর্মীঃ

শুক্রবার রাতেই ময়নার ইজমালিচক এলাকায় এক তৃণমূল কংগ্রেস কর্মীর মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয়েছে। এই ঘটনায় নিয়েও বিজেপি ও তৃণমূলের মধ্য চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূল দলীয় কর্মীকে মারধর করার অভিযোগ তুলেছে বিজেপির বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

'৫ দিনের মধ্যে গুলিতে ঝাঁঝরা করব', ভোট মিটতেই অর্জুন সিংকে খুনের হুমকি

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed