এক ধাক্কায় চড়চড়িয়ে বেড়ে গেল কলকাতার তাপমাত্রা, আগেভাগে এসে পড়েও কি পিছু হঠছে শীত?

সকালে হালকা কুয়াশার চাদর, বেলা বাড়লেই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী, কেমন থাকবে আজকের আবহাওয়া? 

শীত পড়তেই বঙ্গ জুড়ে বেড়ে যায় উৎসবের ভিড়। বিভিন্ন জায়গায় চলতে থাকে ভ্রমণ এবং পিকনিকের প্ল্যান। এই সময় কলকাতায় ভিক্টোরিয়া, ইকোপার্ক, চিড়িয়াখানা এবং বিড়লা প্লানেটরিয়াম সহ বিভিন্ন জায়গায় ঘটে অগণিত মানুষের আনাগোনা। শীতের আমেজ বেশ জমিয়েই উপভোগ করেন বাংলার মানুষ। ঠাণ্ডা এখনও জাঁকিয়ে না পড়ার কারণে সেই আমেজে খামতি থেকে যাচ্ছে অনেকটাই।

আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, ডিসেম্বর মাসের প্রথম দিনে স্বাভাবিকের চেয়ে প্রায় ৫ ডিগ্রি বেড়ে গেল কলকাতার সর্ব নিম্ন তাপমাত্রা। আজকের তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রাও রয়েছে প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ২ ডিগ্রি বেশি।

Latest Videos

উত্তর থেকে দক্ষিণ, প্রায় প্রত্যেক জেলাতেই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ যথেষ্ট বেশি, ফলে আজকের আকাশ যথেষ্ট মেঘলা থাকবে বলে জানাচ্ছে মৌসম ভবনের রিপোর্ট। পর্যটনক্ষেত্র দিঘায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, স্বাভাবিকের থেকে প্রায় ৪ ডিগ্রি বেশি, সর্বোচ্চ তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ৩ ডিগ্রি বেশি।

দক্ষিণবঙ্গে আজ সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে প্রায় ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, স্বাভাবিকের চেয়ে প্রায় ৩ ডিগ্রি বেশি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, স্বাভাবিকের চেয়ে প্রায় ১ ডিগ্রি বেশি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজ আকাশ কিছুটা পরিষ্কার থাকবে বলে জানা যাচ্ছে।

দার্জিলিং জেলায় গতকালের চেয়ে আজকের তাপমাত্রা সামান্য কম। শৈলশহরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ৭.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে প্রায় ৩ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ১৭.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে প্রায় ২ ডিগ্রি বেশি। জলপাইগুড়ি জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি, সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে প্রায় ৪ ডিগ্রি বেশি।


আরও পড়ুন-
ভুয়ো ওয়েবসাইট দেখিয়ে বিনিয়োগ করানোর টোপ দিয়ে বড়সড় লাভ করানোর ছক, কলকাতা পুলিশের জালে ৬ প্রতারক
শীতবস্ত্র বিতরণ নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশে তড়িঘড়ি হিঙ্গলগঞ্জে জ্যোতিপ্রিয় মল্লিক
বিশ্বভারতীর মাঠে কেন পৌষমেলা করা যাবে না, তা কর্তৃপক্ষের কাছে স্পষ্ট জানতে চাইল কলকাতা হাইকোর্ট

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?