নিম্নচাপের প্রভাবে ১৭ থেকে একলাফে ১৯ ডিগ্রি, ডিসেম্বর শুরুর আগে খামখেয়ালি তাপমাত্রার পারদ

উত্তরবঙ্গে দার্জিলিং জেলাতেও আজ তাপমাত্রা যথেষ্ট বেশি। ৭-৮ ডিগ্রি থেকে বেড়ে আজকের সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস।

প্রায় অর্ধেক নভেম্বর ক্রমাগত পারদ পতন হতে থাকলেও ডিসেম্বর শুরুর আগে আজ কিছুটা বাড়ল বঙ্গের তাপমাত্রা। খামখেয়ালি আবহাওয়া নিয়েই কিছুদিনের জন্য ফের গরম ফিরে আসবে, নাকি এই কমবেশির মধ্যে দিয়েই ঢুকে পড়বে শীত, তা জানতে আগ্রহী শীতকাতুরে বাঙালি। আবহাওয়া দফতর কী বলছে?

মৌসম ভবনের রিপোর্ট অনুযায়ী, ২০ নভেম্বর রবিবার, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়ে ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। আজকের জন্য এই তাপমাত্রা স্বাভাবিক। তবে, সর্বোচ্চ তাপমাত্রা ২ ডিগ্রি কমে রয়েছে ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সারাদিন কলকাতার আকাশে মেঘের আনাগোনা থাকবে ভালোরকম।

Latest Videos

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরে দেখা যাচ্ছে একটি সুস্পষ্ট নিম্নচাপের অবস্থান। সেই নিম্নচাপের প্রভাব পড়েছে বাংলাতেও। ফলত, ২-৩ দিন ধরে কলকাতা ও তার সংলগ্ন এলাকায় তাপমাত্রার পারদ কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি সেলসিয়াস, শনিবার সেটা একটু বেড়ে হয়েছে ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস। রবিবার তাপমাত্রা বেড়ে দাঁড়াল ১৯ ডিগ্রিতে।

তবে, আপাতত তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হলেও আসন্ন কয়েকদিনের মধ্যেই তাপমাত্রা ফের কমতে শুরু করবে বলে জানিয়েছে হাওয়া অফিস। নভেম্বরের শেষ সপ্তাহের মাঝামাঝি সময়ে তাপমাত্রা এক লাফে কমে যেতে পারে বেশ কয়েক ডিগ্রি। ফলে, আবার শীতের আমেজ ফিরে আসবে কলকাতা এবং তার আশপাশের এলাকায়। পশ্চিম ও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও তাপমাত্রা কমবে বলে জানিয়েছে মৌসম ভবন।

বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া নিম্নচাপ এখনও অবদি সুস্পষ্ট হলেও তার জেরে আপাতত পশ্চিমবঙ্গে কোনওরকম বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ দক্ষিণ ২৪ পরগণায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, স্বাভাবিকের চেয়ে প্রায় ২ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

উত্তরবঙ্গে দার্জিলিং জেলাতেও আজ তাপমাত্রা যথেষ্ট বেশি। ৭-৮ ডিগ্রি থেকে বেড়ে আজকের সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা ৪ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি হয়ে রয়েছে ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা আজ ১৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ হতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

তাপমাত্রা বাড়লেও মধ্যরাত থেকে ভোর পর্যন্ত কলকাতা ও সংলগ্ন এলাকায় ঠান্ডা অনুভূত হচ্ছে। হালকা কুয়াশাও পড়তে দেখা যাচ্ছে বিভিন্ন জেলাতে। পশ্চিমী ঝঞ্ঝা কেটে যাওয়ায় উত্তুরে হাওয়া রাজ্যে প্রবেশ করতে পারবে সহজেই। ফলে জাঁকিয়ে শীত পড়তে আর বেশি দেরি নেই বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।


আরও পড়ুন-
নিমেষের মধ্যে সব পুড়ে ছাই, শিলিগুড়ির ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে এক এক করে ধ্বংস হয়ে গেল শতাধিক ঘর
‘লাভ জিহাদের নামেই শ্রদ্ধাকে ৩৫ টুকরো করেছিল আফতাব’, গুজরাটে ভোটের প্রচারে সরব অসমের বিজেপি মুখ্যমন্ত্রী
হকার ইউনিয়ন ও পুলিশের মধ্যে মান্থলি সিস্টেম? নির্দিষ্ট পুলিশকর্মীদেরই দায়ী করলেন ফিরহাদ

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury