আজ শুষ্ক আবহাওয়া থাকলেও শুক্রবার থেকে নামবে বৃষ্টি। শুক্রবার বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনায়। তেমনইন উপকূলের সব জেলাতেই শুক্রবার থেকে হতে পারে বৃষ্টি। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পং-র মতো এলাকায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে এই এলাকায় ঘন কুয়াশা দেখা যেতে পারে। শুক্রবারের পরই সেখানেও বদল হবে আবহাওয়া।