শুষ্ক হাওয়ায় কি শীতের আগমনি বার্তা? জেনে নিন আজ কেমন থাকবে শহরের আবহাওয়া

Published : Nov 05, 2025, 07:02 AM IST

কার্তিক মাসেই বঙ্গে শীতের আমেজ অনুভূত হচ্ছে, তাপমাত্রার পারদও নিম্নমুখী। বঙ্গোপসাগরের একটি নিম্নচাপ বাংলাদেশ উপকূলের দিকে সরছে, যার প্রভাবে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

PREV
16

কার্তিক মাসেই এবার শীতের হাওয়া বঙ্গে। মঙ্গলবার মিলেছে এমনই ইঙ্গিত। সকালের দিকে তাপমাত্রার পারদ নেমেছিল বেশ খানিকটা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে কমই ছিল। তেমনই জেলার তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি।

26

মঙ্গলবারের পর বুধেও একই অবস্থা। আজ সকাল থেকেই হালকা শীতের আমেজ অনুভব করছেন সকলে। কোথাও মেঘলা আকাশ তো কোথাও ঠান্ডা আবহাওয়া। জানা গিয়েছে চলতি সপ্তাহেই ভোল বদল হবে আবহাওয়ার।

36

আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, পূর্ব মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপ সরছে বাংলাদেশ উপকূলের দিকে। মায়ানমার বাংলাদেশ উপকূলে সমুদ্র উত্তাল থাকবেষ এই এলাকায়া মৎসজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

46

দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকা এবং পূর্ব মধ্য ও উত্তর পূর্ব বঙ্গোপসাগরের গভীরে মৎসজীবীদের যাওয়া নিষেধ। আজ পর্যন্ত জারি থাকবে নিষেধ। আজ পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এবং মায়ানমার উপকূলে নিম্নচাপ অবস্থান করবে। আজ এটি উত্তর পশ্চিম দিকে এগোতে পারে। আর আগামী কয়ের ঘন্টা বাংলাদেশ ও সংলগ্ন মায়ানমারেই অবস্থান করবে নিম্নচাপ।

56

আজ শুষ্ক আবহাওয়া থাকলেও শুক্রবার থেকে নামবে বৃষ্টি। শুক্রবার বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনায়। তেমনইন উপকূলের সব জেলাতেই শুক্রবার থেকে হতে পারে বৃষ্টি। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পং-র মতো এলাকায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে এই এলাকায় ঘন কুয়াশা দেখা যেতে পারে। শুক্রবারের পরই সেখানেও বদল হবে আবহাওয়া।

66

আজ বুধবার সকালে আংশিক মেঘলা আকাশ থাকলে সকালে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বদল হবে আবহাওয়া। আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিদ্রি আর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি। আজ হালকা শীত অনুভূত হতে পারে। তবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে গরম।

Read more Photos on
click me!

Recommended Stories