'কোথায় লেখা আছে বিধায়কের স্ত্রী...'! লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কী বললেন কাঞ্চনের স্ত্রী শ্রীময়ী

Published : Nov 04, 2025, 09:29 PM IST

সম্প্রতি একটি খবর ছড়িয়ে পড়েছে। সেটি হল বিধায়ক কাঞ্চন মল্লিকের স্ত্রী শ্রীময়ী লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 

PREV
15
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বিতর্ক

সম্প্রতি একটি খবর ছড়িয়ে পড়েছে। সেটি হল বিধায়ক কাঞ্চন মল্লিকের স্ত্রী শ্রীময়ী লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কারণ বিজেপি নেতা সুকান্ত মজুমদার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করেছেন। কিন্তু এই বিষয়ে আলোচনা হওয়ায় রীতিমত বিরক্ত কাঞ্চনের স্ত্রী শ্রীময়ী। যিনি নিজেও অভিনেত্রী।

25
শ্রীময়ীর জবাব

শ্রীময়ী অবশ্য রাখঢাক না করেই স্বীকার করে নিয়েছেন তিনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের থেকে টাকা পাওয়ার জন্য আবেদন করেছেন। তিনি জানিয়েছেন, 'লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আমি অনেক দিন আগে আবেদন করেছিলাম। তখনও আমার বিয়ে হয়নি। তখন তো আর জানতাম না কাঞ্চন বিধায়ক হবে বা আমার সঙঅগে বিয়ে হবে!' তিনি এতে অন্যায় কিছু দেখছেন না বলেও জানিয়েছেন।

35
লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন

শ্রীময়ী জানিয়েছেন,২০১৮ সালে তিনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন জানিয়েছিলেন। তখন তিনি থাকতেন উত্তর কলকাতায়। সেখানে কিছু সমস্যায় হওয়ায় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন না।

45
শ্রীময়ীর প্রশ্ন

অভিনেত্রী আরও বলেছেন, 'কোথায় লেখা রয়েছে বিধায়কের স্ত্রী হলে কোনও সুবিধে পাওযা যাবে না। একটু খোঁজ নিলে দেখা যাবে এমন অনেক অভিনেত্রী আছেন যারা বিজেপি দলের সঙ্গে যুক্ত, তারাও হাসপাতালে ভর্তি হওয়ার আগে স্বাস্থ্যসাথী কার্ড খোঁজেন। ' তিনি আরও বলেছেন, তৃণমূলের অধীনে রাজ্য রয়েছে বলে সব দলের মানুষই সরকারি সুবিধে পান।

55
শ্রীময়ীর দাবি

শ্রীময়ী আরও বলেছেন, বিয়ের আগেই তিনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন। তাঁর মনে হয় সাধারণ মানুষ হিসেবে তাঁর সরকারি সুযোগ পাওয়ার অধিকার রয়েছে। তিনি বিজেপির রীতিমত নিন্দা করেছেন। বলেছেন, ' BJPর মত দুর্নীতিগ্রস্ত দল যদি সরকারে আসে তাহলে অন্য দলের পক্ষপাতিত্ব করলে বাঁচতেই দেওয়া হবে না।'

Read more Photos on
click me!

Recommended Stories