সাত সকালে ভয়ঙ্কর দুর্ঘটনা! দ্রুতগতির বাস কেড়ে নিল এক তরতাজা প্রাণ, শোকের ছায়া এলাকায়

Published : Jul 14, 2024, 12:27 PM IST
Accident

সংক্ষিপ্ত

সাত সকালে ভয়ঙ্কর দুর্ঘটনা! দ্রুতগতির বাস কেড়ে নিল এক তরতাজা প্রাণ, শোকের ছায়া এলাকায়

বাসের দ্রুত গতি প্রাণ কেড়ে নিল এক তরতাজা কিশোরের। ঘটনাটি ঘটেছে দুবরাজপুরের আশ্রম মোড় রেল ব্রিজের কাছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গেরুয়াপাহাড়ি থেকে একটি বেসরকারি বাস আসানসোল যাচ্ছিল। অত্যন্ত দ্রুতগতিতে চলছিল বাসটি ।

টাল সামলাতে না পেরে এক কিশোরকে ধাক্কা মারে বাসটি। সঙ্গে সঙ্গে বাসের নীচে পড়ে যায় ঐ কিশোর। পরে বাসের নিচে পিষ্ট হয়েই মৃত্যু হয়েছে কিশোরের।

মৃত কিশোরের নাম মাহাতাব খান, বাড়ি দুবরাজপুর থানার আদমপুর গ্রামে। ঘটনাস্থল থেকে চম্পট দেয় বাসের চালক ও খালাসিরা। ঘাতক বাসটিকে ভাঙচুর করে স্থানীয় মানুষজন। তবে দুবরাজপুর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় এবং মৃতদেহটি দুবরাজপুর গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পরে বাসটিকে ঘটনাস্থল থেকে অন্যত্র নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা আরও জানান, এই সময়ে বাচ্চারা স্কুলে যায়। কিন্তু সেখানে কোনও পুলিশ বা ট্রাফিক ছিল না। আর এই জায়গায় একাধিক গাড়ী দ্রুত গতিতে যায়। তাছাড়াও সাধারণ মানুষের অভিযোগ, দুবরাজপুর শহর জুড়ে যেভাবে বাইক নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে তা নিয়ে চিন্তায় রয়েছেন সাধারণ মানুষ। কিন্তু তবুও হুঁশ নেই পুলিশের।

PREV
click me!

Recommended Stories

ভোটের আগেই সক্রিয় দিলীপ ঘোষ, ঝড় তুললেন রামনগরে বিজেপির চায়ে পে চর্চা অনুষ্ঠানে
শান্তিনিকেতনে তৃণমূল নেতার মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের অভিযোগ পরিকল্পিত খুন