ফের ধেয়ে এল ঘুর্ণিঝড়! ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বঙ্গ জুড়ে, পুজোর মুখেই আসছে ভয়াবহ বিপদ?

ফের ধেয়ে এল ঘুর্ণিঝড়! ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বঙ্গ জুড়ে, পুজোর মুখেই আসছে ভয়াবহ বিপদ?

Anulekha Kar | Published : Sep 24, 2024 12:49 PM
18
ফের ধেয়ে এল ঘূর্ণীঝড়!

ফের ভয়াবহ ঘূর্ণিঝড় বাংলায়! ভয়ঙ্কর দুর্যোগের অশনি সংকেতের আভাস পাওয়া যাচ্ছে। মঙ্গলবার সকাল থেকে এর অবশিষ্টাংশ আন্দামান নিকোবরের সাগরে এসে মিশে গভীর নিম্নচাপে পরিণত করেছে।

28
ফের ধেয়ে এল ঘূর্ণীঝড়!

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ৪-৫ দিনে এই নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে ফেলবে।

38
ফের ধেয়ে এল ঘূর্ণীঝড়!

এর দরুণ ফের সক্রিয় হয়ে উঠবে মৌসুমী বায়ু। দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিন কয়েকের মধ্যেই।

48
ফের ধেয়ে এল ঘূর্ণীঝড়!

ভয়ঙ্কর বৃষ্টিপাতের দরুণ বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বঙ্গজুড়ে। জলমগ্ন হতে পারে একাধিক অঞ্চল।

58
ফের ধেয়ে এল ঘূর্ণীঝড়!

দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা-সহ হাওড়াতে দেখা দিতে পারে ব্যাপক ঝড়বৃষ্টি।

68
ফের ধেয়ে এল ঘূর্ণীঝড়!

পাশাপাশি উত্তরবঙ্গেও ব্যাপক ঝড়বৃষ্টি দেখা দিতে পারে। পাহাড়ি এলাকাতে দেখা দিতে পারে ধস।

78
ফের ধেয়ে এল ঘূর্ণীঝড়!

একেই ডিভিসি থেকে জল ছাড়ার দরুণ বঙ্গের একাধিক জেলা জলের তলায়। নাজেহাল হয়েছে জনজীবন। তার মাঝেই ফের বৃষ্টিপাত দেখা দিতে পারে দক্ষিণবঙ্গে।

88
ফের ধেয়ে এল ঘূর্ণীঝড়!

ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা করার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া শুরু করেছে রাজ্য সরকার।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos