সন্দেশখালির পর আবারও দিনের আলোয় গোটা শ্মশানের জমি বিক্রি, ঘটনার জেরে উত্তপ্ত পরিস্থিতি হরিশচন্দ্রপুরে

Published : Apr 20, 2024, 10:11 AM ISTUpdated : Apr 20, 2024, 10:22 AM IST
why not to cross crematorium at night

সংক্ষিপ্ত

আপাতত ভূমি সংস্কার দফতরে অভিযোগ জমা করেছেন স্থানীয়রা, সেই সঙ্গে পঞ্চায়েত, থানা ও জেলা এবং ব্লক প্রশাসনের কাছেও লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 

Harishchandrapur, Malda: সন্দেশখালির পর আবারও শ্মশানের জমি বিক্রির খবর প্রকাশ্যে। এবার শিরোনামে মালদার হরিশচন্দ্রপুর। জানা গিয়েছে ১০০ বছরেরও পুরনো শ্মশানের জমি পুরোটাই প্রকাশ্য দিবালকে বেদখল হয়ে গিয়েছে। চুরি করা হয়ে গোটা শ্মশানের জমি, দাবী স্থানীয়দের। স্থানীয়দের কথা মতো, জমি মাফিয়াদের হাত ধরেই এই কাজ করা হয়েছে। আপাতত ভূমি সংস্কার দফতরে অভিযোগ জমা করেছেন স্থানীয়রা, সেই সঙ্গে পঞ্চায়েত, থানা ও জেলা এবং ব্লক প্রশাসনের কাছেও লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয়রা আরও দাবী করেছে অভিযোগ জমা দেওয়া হলেও প্রশাসন এখনও কোনও ব্যবস্থা নেয়নি এই ঘটনার বিরুদ্ধে। স্থানীয়রা আরও অভিযোগ করেছে যে, ১০০ বছরেরও পুরনো এই শ্মশানের মাটি কেটে বিক্রি করা হচ্ছে, বিক্রি করা হচ্ছে জমি। একলা থেকে গণস্বাক্ষর নিয়ে জমা করার পরেও কোনও ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন।

স্থানীয়দের অভিযোগ, "ভুয়ো জমির দলিল বের করা হয়েছে, বিএলআরও অফিসে খোঁজ-খবর করে জানা গিয়েছে এই শ্মশানের জমি দুজন অন্য ব্যাক্তির নামে ইতিমধ্যেই করা হয়েগিয়েছে কিন্তু জমির শ্রেণির অংশে কাগজে উল্লেখ রয়েছে শ্মশান। শ্মশানের জমি বিক্রি হয়না বলেই শুনেছি, কিন্তু বাংলায় দেখছি এখন তাও হচ্ছে। ইতি মধ্যেই শ্মশানের জমি মাটি কাটার কাজও করা হচ্ছে "

PREV
click me!

Recommended Stories

Dilip Ghosh: ‘বাবরের নামে কোনও মসজিদ হবে না!’ সরাসরি হুমায়ুনকে চ্যালেঞ্জ দিলীপের
Adhir Ranjan Chowdhury: ‘ভোটের সময় ওনাকে প্রমাণ করতে হয় উনি অনেক বড় হিন্দু!’ মমতাকে ধুয়ে দিলেন অধীর