বউয়ের সঙ্গে অশান্তি, দ্বিতীয় পক্ষের স্বামীকে কোপানোর অভিযোগ প্রথম পক্ষের স্বামীর বিরুদ্ধে

Published : Feb 13, 2025, 03:55 PM IST
crime news

সংক্ষিপ্ত

অশান্তি চরমে পৌঁছতেই স্ত্রীর সঙ্গে থাকা প্রথম পক্ষের মেয়ে তার বাবা অর্থ্যাৎ মহিলার প্রথম পক্ষের স্বামী চঞ্চল রায়কে বিষয়টি জানায় ফোন করে । অভিযোগ, প্রথম পক্ষের স্বামী এসে ধারাল অস্ত্র দিয়ে হামলা চালায়। এলোপাথাড়ি কোপাতে থাকে। 

নদীয়া জেলার ধুবুলিয়ায় ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা । বউ নিয়ে গন্ডোগোলে চলে গেল এক তরতাজা প্রাণ। এক মহিলার দ্বিতীয় পক্ষের স্বামীকে কুপিয়ে খুনের অভিযোগ। অভিযোগ উঠল মহিলার প্রথম পক্ষের স্বামীর বিরুদ্ধে। মৃত ব্যক্তির নাম মাধবেন্দ্র দাস ওরফে ভোলা (৩৫)। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ধুবুলিয়ার নারকেল বাগান এলাকায়। গোটা ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে. মৃত ব্যক্তি দ্বিতীয় পক্ষের স্ত্রী পম্পা দাসকে নিয়ে বছর দু’য়েক ধরে ভাড়া রয়েছেন নারকেল বাগান এলাকায়। অভিযোগ, গতকাল রাত বারোটা নাগাদ মদ্যপ অবস্থায় ওই ব্যক্তি বাড়ি ঢোকেন। এরপর এক কথা দুকথা হতেই স্ত্রীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। পারিবারিক গন্ডোগোল চরমে উঠতেই আশপাশের মানুষ চলে আসেন। তাদের বোঝানোর চেষ্টা করে। কিছু সময় চুপচাপ থাকলেও ফের গন্ডোগোল মাথা চাড়া দেয় বলেই জানা যায়। অশান্তি চরমে পৌঁছতেই স্ত্রীর সঙ্গে থাকা প্রথম পক্ষের মেয়ে তার বাবা অর্থ্যাৎ মহিলার প্রথম পক্ষের স্বামী চঞ্চল রায়কে বিষয়টি জানায় ফোন করে । অভিযোগ, প্রথম পক্ষের স্বামী এসে ধারাল অস্ত্র দিয়ে হামলা চালায়। এলোপাথাড়ি কোপাতে থাকে। অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন দ্বিতীয় পক্ষের স্বামী। প্রাণ বাঁচানোর আকুতি জানিয়ে চিৎকার করতেই ছুটে আসে প্রতিবেশীরা। চোখের সামনে ওই অবস্থা দেখে আহত ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ধুবুলিয়ার একটি বেসরকারি নার্সিংহোমে। অবস্থার অবনতি দেখে তাকে রানাঘাটের একটি বেসরকারি নার্সিংহোমে রেফার করা হয়। জানা যায়, মাঝ রাস্তাতেই মৃত্যু হয় ওই ব্যক্তির । দেহ নিয়ে কৃষ্ণনগর জেলা হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় চরম উত্তেজনা ধুবুলিয়ার নারকেল বাগান এলাকায়।

স্থানীয় বাসিন্দারা জানান, রাতে গন্ডোগোল শুনে আমরা ছুটে আসি। তাদের বুঝিয়ে সুজিয়ে বলার পর কিছুক্ষন তারা চুপচাপ থাকে। আমরা চলে আসার পর ফের বাঁচাও বাঁচাও চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখে আহত অবস্থায় পড়ে রয়েছে ওই ব্যক্তি। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত আক্রমণকারী। তার খোঁজে সন্ধান শুরু করেছে ধুবুলিয়া থানার পুলিশ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

শেখ শাহজাহানকে অন্য রাজ্যে নিয়ে যাওয়ার আর্জি শুভেন্দুর, দেখুন কী বলছেন
Suvendu Adhikari: ওয়াকফ ইস্যুতে মমতাকে একহাত নিলেন শুভেন্দু! সব প্রমাণ ফাঁস করলেন আজ