বিস্ফোরণ সোনার দোকানে! অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি ৩, আতঙ্ক বারাসাত শহরে

Published : Feb 13, 2025, 01:21 PM IST
Delhi Explosion

সংক্ষিপ্ত

আর পাঁচটা দিনের মতো বুধবারও রাতেও কাজ চলছিল সোনার দোকানে। সেই সময় কাজ করতে করতে হঠাৎই একটি সোনার দোকানে বিস্ফোরণ হয়‌ ছোট এলপিজি সিলিন্ডারে । সেই বিস্ফোরণের আওয়াজ এতটাই তীব্র ছিল যে শব্দ শুনে কেঁপে ওঠে এলাকার মানুষ। 

রাতে হঠাৎই বিকট শব্দে কেঁপে উঠল বারাসাত শহরবাসী। বিস্ফোরণের শব্দে রীতিমত আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। বিস্ফোরণেপ উৎসস্থল খুঁজতে গিয়ে দেখা গেল এটি একটি সোনার দোকান। দাউ দাউ করে জ্বলছে দোকানের বিভিন্ন অংশ। জিনিসপত্র ছড়িয়ে রয়েছে চতুর্দিকে। খবর মিলেছে এই ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি ৩ জন। যার মধ্যে একজন নাবালকও রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বারাসতের গোবিন্দ ব্যারাকে সোনার তৈরি করার কারখানায় আচমকা বিস্ফোরণের ঘটনা ঘটে । জখম হয় ৩ জন। তড়িঘড়ি অগ্নিদদ্ধ হওয়া কর্মচারীদের নিয়ে যাওয়া হয় বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে । সেখানেই চিকিৎসাধীন তারা।

হাসপাতাল সূত্রে খবর, জখম তিনজন কর্মচারীর মধ্যে দুজনের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক। তাঁদের চিকিৎসা চলছে। বুধবার রাতে এই দুর্ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার বারাসত শহরের হরিতলা এলাকা সংলগ্ন এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একাধিক বড় বড় সোনার দোকান রয়েছে বারাসত শহরের হরিতলা এলাকাতে। শহরের জনবহুল এলাকা এটি। প্রতিদিনই মানুষের ভিড় লেগে থাকে এই সোনার দোকানগুলিতে । আর পাঁচটা দিনের মতো বুধবারও রাতেও কাজ চলছিল সোনার দোকানে। সেই সময় কাজ করতে করতে হঠাৎই একটি সোনার দোকানে বিস্ফোরণ হয়‌ ছোট এলপিজি সিলিন্ডারে । সেই বিস্ফোরণের আওয়াজ এতটাই তীব্র ছিল যে শব্দ শুনে কেঁপে ওঠে এলাকার মানুষ। এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায় । এই ঘটনাকে কেন্দ্র করে সোনার দোকানের কর্মীরা কাজ করতে রীতিমত ভয় পাচ্ছেন। কেন পর্যাদপ্ত নিরাপত্তা ছাড়া এলপিজি ব্যবহার করে কাজ করা হচ্ছিল , তা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন। ঘটনার তদন্তে নেমেছে বারাসাত থানার পুলিশ।স্থানীয়রা জানিয়েছেন, এমন ঘটনা আগে ঘটেছে বলে মনে পড়ছে না। তবে এই বিস্ফোরণের শব্দে রীতিমত ভয় পেয়েছেন তারা । ভবিষ্যতে এই ঘটনা যাতে না ঘটে তারজন্য প্রশাসন যাতে নজর দেয়, এটুকুই আমাদের চাওয়া।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

চিকেন প্যাটিস কাণ্ডে গ্রেফতার সৌমিক গোলদার, কী প্রতিক্রিয়া সুকান্তর?
দিল্লি থেকে দেড় কোটি নাম বাদ দিতে লোক পাঠাচ্ছে বিজেপি, মহিলাদের লড়াইয়ের আহ্বান মমতার