মরশুমের প্রথম ইলিশ ঢুকলো বাংলায়! জেনে নিন কোন ওজনের মাছের দাম কত?

মরসুমের শুরুতেই ডায়মন্ড হারবার নগেন্দ্র বাজারে ঢুকলো ৩ টন ইলিশ। দু মাস মাছ ধরা বন্ধ থাকার পর ১৫ জুন গভীর সমুদ্রে মাছ ধরতে যান মৎস্যজীবীরা ।

 

ডায়মন্ড হারবার: রাজ্যে বর্ষা ঢুকতে দেরি করলেও একটুও দেরি করেনি সে, একেবারে ঠিক সময় সময় মত রাজ্যে প্রবেশ করেছে মরশুমের প্রথম ইলিশ। তাই এবার মাছে ভাতে বাঙালির পাতে পড়তে চলেছে ইলিশ মাছ। মরসুমের শুরুতেই ডায়মন্ড হারবার নগেন্দ্র বাজারে ঢুকলো ৩ টন ইলিশ। দু মাস মাছ ধরা বন্ধ থাকার পর ১৫ ই জুন গভীর সমুদ্রে মাছ ধরতে যান মৎস্যজীবীরা ।

নগেন্দ্রবাজার মৎস্য আড়তদার সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার ডায়মন্ড হারবার নগেন্দ্র বাজারে যে মাছ আড়ত আছে সেখানে প্রায় ৩ টন ইলিশ ঢুকেছে। সদ্য বর্ষা ঢুকেছে বাংলায় সঙ্গে দোসর ইলিশ, এক কথায় একেবারে জিভে জল আনা যুগলবন্দী

Latest Videos

পাশাপাশি মৎস্য আড়তদার সমিতির সম্পাদক জগন্নাথ সরকার বলেছেন, এই বছর মরশুমের শুরুতেই জালে ভালো ইলিশ ধরা পড়েছে। যদিও এইবার মাছের পরিমাণ খুব কম। কিন্তু প্রথমেই এত ভালো মাপের ইলিশের সাইজ পাওয়া গিয়েছে। দুমাস মাছ ধরা বন্ধ থাকার কারণে ভালো সাইজের ইলিশ ধরা পড়ছে। বৃষ্টিটা আরও হলে আরও ভালো মাপের মাছ পাওয়া যাবে বলে মনে করছেন তিনি।

তবে অন্যান্য বছরের থেকে এই বছর জালে ইলিশ আরও পড়বে বলে আশাবাদী মৎস্যজীবি থেকে আড়তদাররা। জালে ইলিশ পড়লেই মধ্যবিত্তের নাগালে আসবে দাম। রাজ্যের বাজারে আসা প্রথম ইলিশের মাছের ১ কেজি ওজনের দাম ১৪০০ টাকা।

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari: 'পুলিশ গরু প্রতি ২০০০ টাকা তোলা তোলে' বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today
'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
'কত বড় সাহস! পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বলেছে ভোট দিতে যাবে না' এ কী অভিযোগ করলেন শুভেন্দু
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী বললেন তিনি, দেখুন সরাসরি