মরশুমের প্রথম ইলিশ ঢুকলো বাংলায়! জেনে নিন কোন ওজনের মাছের দাম কত?

মরসুমের শুরুতেই ডায়মন্ড হারবার নগেন্দ্র বাজারে ঢুকলো ৩ টন ইলিশ। দু মাস মাছ ধরা বন্ধ থাকার পর ১৫ জুন গভীর সমুদ্রে মাছ ধরতে যান মৎস্যজীবীরা ।

 

deblina dey | Published : Jun 22, 2024 5:14 AM IST / Updated: Jun 22 2024, 03:57 PM IST

ডায়মন্ড হারবার: রাজ্যে বর্ষা ঢুকতে দেরি করলেও একটুও দেরি করেনি সে, একেবারে ঠিক সময় সময় মত রাজ্যে প্রবেশ করেছে মরশুমের প্রথম ইলিশ। তাই এবার মাছে ভাতে বাঙালির পাতে পড়তে চলেছে ইলিশ মাছ। মরসুমের শুরুতেই ডায়মন্ড হারবার নগেন্দ্র বাজারে ঢুকলো ৩ টন ইলিশ। দু মাস মাছ ধরা বন্ধ থাকার পর ১৫ ই জুন গভীর সমুদ্রে মাছ ধরতে যান মৎস্যজীবীরা ।

নগেন্দ্রবাজার মৎস্য আড়তদার সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার ডায়মন্ড হারবার নগেন্দ্র বাজারে যে মাছ আড়ত আছে সেখানে প্রায় ৩ টন ইলিশ ঢুকেছে। সদ্য বর্ষা ঢুকেছে বাংলায় সঙ্গে দোসর ইলিশ, এক কথায় একেবারে জিভে জল আনা যুগলবন্দী

পাশাপাশি মৎস্য আড়তদার সমিতির সম্পাদক জগন্নাথ সরকার বলেছেন, এই বছর মরশুমের শুরুতেই জালে ভালো ইলিশ ধরা পড়েছে। যদিও এইবার মাছের পরিমাণ খুব কম। কিন্তু প্রথমেই এত ভালো মাপের ইলিশের সাইজ পাওয়া গিয়েছে। দুমাস মাছ ধরা বন্ধ থাকার কারণে ভালো সাইজের ইলিশ ধরা পড়ছে। বৃষ্টিটা আরও হলে আরও ভালো মাপের মাছ পাওয়া যাবে বলে মনে করছেন তিনি।

তবে অন্যান্য বছরের থেকে এই বছর জালে ইলিশ আরও পড়বে বলে আশাবাদী মৎস্যজীবি থেকে আড়তদাররা। জালে ইলিশ পড়লেই মধ্যবিত্তের নাগালে আসবে দাম। রাজ্যের বাজারে আসা প্রথম ইলিশের মাছের ১ কেজি ওজনের দাম ১৪০০ টাকা।

Share this article

Latest Videos

click me!

Latest Videos

Sukanta Majumdar : 'টাটকা আর গরম গরম দেবো উনাকে' ফুঁসে উঠলেন সুকান্ত মজুমদার, দেখুন
Hawker Eviction | রাস্তা খালির সতর্কবার্তা! তড়িঘড়ি দোকান গোছাতে ব্যস্ত হকাররা
Daily Horoscope Live: ২৯ জুন শনিবার মেষ থেকে মীন রাশির কেমন কাটবে আজকের দিন, দেখুন জ্যোতিষ কথা
Dilip Ghosh : 'দিদির সরকার না সার্কাস চলছে' প্রচারে আক্রমণে দিলীপ ঘোষ, দেখুন
Suvendu Adhikari : 'বিজেপি লিড পেলেই তৃণমূলের অত্যাচার শুরু' গুরুতর অভিযোগ শুভেন্দুর