পড়ুয়াদের সুরক্ষা সবার আগে! স্কুলবাস এবং স্কুলগাড়ি নিয়ে নয়া নির্দেশিকা জারি রাজ্যের

শহরের নানা প্রান্তে প্রতিদিন ছুটে চলে অসংখ্য স্কুল বাস (School Bus) এবং পুলকার। হাজার হাজার স্কুল পড়ুয়ার রোজকার যাতায়াতের মাধ্যম। আর সেইসব স্কুল বাস এবং পুলকার নিয়েই এবার বড় নির্দেশ রাজ্য সরকারের।

শহরের নানা প্রান্তে প্রতিদিন ছুটে চলে অসংখ্য স্কুল বাস (School Bus) এবং পুলকার। হাজার হাজার স্কুল পড়ুয়ার রোজকার যাতায়াতের মাধ্যম। আর সেইসব স্কুল বাস এবং পুলকার নিয়েই এবার বড় নির্দেশ রাজ্য সরকারের।

সুপ্রিম কোর্টের (Supreme Court) পথ নিরাপত্তা সংক্রান্ত কমিটির সুপারিশ মেনে স্কুলবাস এবং সমস্ত স্কুলগাড়িতে (School Car) পড়ুয়াদের সুরক্ষা নিশ্চিত করতে নয়া নির্দেশিকা জারি করল রাজ্যের পরিবহণ দফতর।

Latest Videos

গত ২ সপ্তাহ আগে স্কুলবাস এবং পুলকারের বিভিন্ন সংগঠন, শিক্ষা দফতর, পুলিশ এবং পরিবহণ দফতরের আধিকারিকদের মধ্যে একটি বৈঠক হয়। তারপরই নির্দেশিকায় রদবদল করে জানানো হল এই সিদ্ধান্ত।। শুক্রবার, এই নির্দেশিকা জারি করার বিষয়টি জানান রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।

সেইসঙ্গে, নিয়ম মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে মোটর ভেহিক‌্লস ইনস্পেক্টরেরাও নজরদারি চালাবেন বলে জানান তিনি। নতুন নির্দেশিকায় বলা হয়েছে যে, স্কুলবাস এবং পুলকার বা স্কুল গাড়িতে নির্দিষ্ট আসন সংখ্যার বেশি পড়ুয়া কোনওভাবেই নেওয়া যাবে না।

তাছাড়া আসনে সিটবেল্ট থাকা বাধ্যতামূলক। অন্যদিকে, স্কুলবাসের জানলায় গাঢ় ফিল্ম পেপার দেওয়া কাচ কিংবা পর্দা ব্যবহার করা যাবে না কোনওভাবেই। স্কুলের পক্ষ থেকে বাস এবং গাড়ির জন্য নির্দিষ্ট একজন ট্রান্সপোর্ট ম্যানেজার রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বাস এবং গাড়ির ভিতরে চোখে পড়ে, এমন জায়গায় ট্রান্সপোর্ট ম্যানেজারের নাম, ফোন নম্বর, স্থানীয় থানা, দমকল এবং চাইল্ড লাইনের নম্বরও লিখে রাখতে হবে। রাখতে হবে ফার্স্টএইড বক্সও।

স্কুলবাসে হলুদ রং এবং নীল বর্ডার থাকা বাধ্যতামূলক। সামনে এবং পিছনে স্কুলবাস লেখা থাকতে হবে। বাসের লোকেশন আইডেন্টিফিকেশন যন্ত্র, প্যানিক বাটন এবং স্পিড লিমিট ডিভাইস থাকা বাধ্যতামূলক। বাস এবং গাড়িতে একজন করে পরিচারক রাখার কথা বলা হয়েছে।

সেইসঙ্গে, বাসচালক এবং তাঁর সহকারী নিয়োগের ক্ষেত্রে দেখতে হবে যে, তাদের বিরুদ্ধে কোনও মামলা বা পুলিশি অভিযোগ রয়েছে কিনা। চালকদের চোখ পরীক্ষা করতে হবে ৬ মাস অন্তর। সঙ্গে গাড়ির রক্ষণাবেক্ষণেও জোর দেওয়া হয়েছে এই নির্দেশিকায়।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

ট্যাবের টাকা মুহূর্তে হাওয়া! কাদের অ্যাকাউন্টে যাচ্ছে , এবার গোসাবায় | Bengal Tab Scam | Gosaba
‘জনগণের কষ্টের টাকায় মুখ্যমন্ত্রী উৎসব করবেন!’ মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত, দেখুন কী বললেন | Sukanta M
‘এবার সনাতনীদের এক হতে হবে’ হিন্দুদের উদ্দেশ্যে যা বললেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari
ক্যামেরা ছিনিয়ে সাংবাদিকের উপর তাণ্ডব! তীব্র বিক্ষোভ মুর্শিদাবাদের রানিতলায় | Murshidabad News Today
Narendra Modi Live: আদিবাসী গর্ব দিবস পালনে মোদী, কী বার্তা, দেখুন সরাসরি