WB Monsoon Update: নির্ধারিত সময়ের আগেই কেরলে বর্ষা, নিম্নচাপের জেরে ভিজবে দক্ষিণবঙ্গ? রইল আবহাওয়ার বিরাট আপডেট

Published : May 25, 2025, 06:17 AM IST
MP Rain Alert, Heatwave in MP

সংক্ষিপ্ত

WB Weather Forecast: নির্ধারিত সময়ের আগেই ভারতে হাজির মৌসুমি বায়ু। যার জেরে ব্যাপক ঝড়বৃষ্টির পূর্বাভাস। জানুন আবহাওয়ার  বিস্তারিত আপডেট।             

WB Weather Forecast: জৈষ্ঠ্যের শুরুতেই ভ্যাপসা গরমে নাজেহাল আমজনতা। মাঝেমধ্যে কয়েক পশলা স্বস্তির বৃষ্টিতে কিছুটা পারদ পতন হলেও বেলা বাড়তে না বাড়তে ফের তেতেপোড়া গরম। ছুটির দিনে কেমন থাকবে আবহাওয়া? কী বলছে আলিপুর আবহাওয়া দফতর? বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন...

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বর্ষা এসে গিয়েছে কেরলে (Monsoon Update News)। জানা গিয়েছে, কেরলে বর্ষা প্রবেশের স্বাভাবিক দিন পয়লা জুন (1 June)। নির্ধারিত দিনের ৮ দিন আগেই ভারতের মূল ভূখণ্ডে হাজির দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। যদিও এর আগে ১৯৯০ সালে ১৯ মে ঢুকে পড়েছিল মৌসুমী বায়ু। ১৩ দিন আগে বর্ষা এসেছিল কেরলে। এটাই সর্বকালীন রেকর্ড। তবে ২০০৯ সালে ২৩ মে বর্ষা এসেছিল কেরলে। এরপর ২০২৫ সালের ২৫ মে মৌসুমি বায়ু প্রবেশ করল কেরলে।

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর অনুকূল পরিবেশ। আগামী দু'দিনের মধ্যেই বর্ষা উত্তরবঙ্গে ঢুকতে পারে। একইসঙ্গে সিকিম এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যে ঢুকে যাবে বর্ষা। নির্ধারিত দিন ৮ জুনের অনেক আগেই বর্ষা ঢুকবে বাংলায়। তবে কলকাতায় বা দক্ষিণবঙ্গে বর্ষা আসবে ১০ জুন। এখনও নির্দিষ্ট পূর্বাভাস না দিলেও বর্ষা যে এবার আগাম আসছে তা সুনিশ্চিত আবহাওয়া দফতর। জুন মাসের প্রথম সপ্তাহেই দক্ষিণবঙ্গে বর্ষা এসে যাবে বলে মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীরা।

অন্যদিকে, চলতি সপ্তাহের প্রতিদিনই বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। দক্ষিণবঙ্গ সহ রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এর সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা। সোম মঙ্গলবার পর্যন্ত এইরকম আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস (Alipur Metrological Department)।

আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার অর্থাৎ ২৭ মে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে প্রবল। মধ্য ও উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় নিম্নচাপ তৈরির সম্ভাবনা। নিম্নচাপ ক্রমশ উত্তর বঙ্গোপসাগরের দিকে এগোবে আরও শক্তিশালী হবে। এর প্রভাবে বৃষ্টি বাড়বে রাজ্যে (West Bengal Weather Forecast)।

বুধবার থেকে শুক্রবার রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। এই পর্বের রাজ্যের সব জেলায় বেশিরভাগ এলাকাতেই বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে- উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। এছাড়াও দক্ষিণবঙ্গের হুগলী, ঝাড়গ্রাম, বাঁকুড়া, মুর্শিদাবাদ জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে মালদহ সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

উল্লেখ্য, স্বাভাবিক নিয়মে ১ জুন কেরলে বর্ষা প্রবেশ করে। তবে এই বছর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল যে বর্ষা সময়ের আগেই আসবে, এবং সেই পূর্বাভাস মিলিয়ে শনিবারই কেরলে বর্ষা ঢুকে পড়েছে বলে জানানো হয়েছে। ২০০৯ সালে শেষবার ২৩ মে কেরলে বর্ষা এসেছিল।

 দীর্ঘ ১৫ বছর পর আবার এত আগেই দেশের মূল ভূখণ্ডে প্রবেশ করল বর্ষা। এছাড়াও, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও এবার বর্ষা আগেভাগেই এসেছে। সাধারণত ১৯ মে বর্ষা সেখানে প্রবেশ করে, কিন্তু এবছর ১৩ মে-তেই নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা ঢুকে পড়ে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

চাপের মুখে বাবরি মসজিদ নিয়ে বড় ঘোষণা হুমায়ুন কবীরের, দেখুন কী বলছেন
এসআইআর আবহে বার্থ সার্টিফিকেট তৈরি করার হিড়িক! মালদহ মেডিক্যালে চাঞ্চল্য