জলের ফোঁটা থেকে সৃষ্টি হল ঢাকের তাল! রয়েছে পরিবেশ সুরক্ষার বার্তাও, সল্টলেকের এই পুজো দেখে থ কলকাতাবাসী

জলের ফোঁটা থেকে সৃষ্টি হল ঢাকের তাল! রয়েছে পরিবেশ সুরক্ষার বার্তাও, সল্টলেকের এই পুজো দেখে থ কলকাতাবাসী

জলের ফোঁটার শব্দ দিয়ে তৈরি করা হয়ছে ঢাকের শব্দ। শিল্পী ভবতোষ সুতারের ভাবনায় জলের ফোঁটার শব্দ দিয়ে তৈরি করা হয়েছে এই অভিনব ভাবনা। প্রতিবছরই নিজেদের সৃষ্টি দিয়ে সকলের নজর কাড়ে সল্টলেক এক ব্লকের পুজো। এই বছরে আরও এক অসাধারণ ভাবনা নিয়ে হাজির হল এই ব্লক।

সল্টলেক একে ব্লকের এবারের থিম ‘বারিবিন্দু’। থিমের রূপায়ণে রয়েছেন বিখ্যাত শিল্পী ভবতোষ সুতার। এই প্যান্ডেলে রয়েছে পরিবেশ সুরক্ষার বার্তাও।

Latest Videos

সাউন্ড ইঞ্জিনিয়ার বিপ্লব রায়ের প্রচেষ্টায় জলের শব্দ দিয়ে ঢাকের শব্দ তৈরি করার মতো অসাধ্য সাধন করেছেন। এ প্রসঙ্গে শিল্পী বিপ্লব রায় জানিয়েছেন, " সলিনয়েড ভালভ ও বিশেষ প্রযুক্তির কথা। বিভিন্ন আকারের ও ধরনের পাত্র একটি চৌকো ক্ষেত্রের মধ্যে বসানো রয়েছে‌। তার নিচে জালের মতো বিছানো রয়েছে শব্দ ধরে রাখার প্রযুক্তি। এর পর উপর থেকে একটি বিশেষ পাইপলাইনের মাধ্যমে জলের ফোঁটা এনে ফেলা হচ্ছে। একেক পাত্রে জলের ফোটার পড়ার সময় একেকরকম। পার্থক্য রয়েছে আওয়াজেও। আর সেইসব শব্দগুলির কোলাজ করেই তৈরি হচ্ছে ঢাকের শব্দ। " এই পুজোর মাধ্যমে পরিবেশে সুরক্ষিত রাখার বার্তাও দেওয়া হয়েছে। চাইলে একবার ঢুঁ মেরে দেখে আসতে পারেন সল্টলেক সেক্টর ওয়ানের এই পুজো ।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'তৃণমূলের শান্তির ছেলেরা প্রমাণ লোপাট করেছে' | Suvendu Adhikari | #shorts #suvenduadhikari #rgkar
জঙ্গি গ্রেফতারের ২ দিন পরও আতঙ্কে ক্যানিংবাসী, দেখুন কী বলছেন স্থানীয়রা | Canning News
Suvendu Adhikari Live : নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না অবস্থান মঞ্চে শুভেন্দু
'মমতা পশ্চিমবঙ্গে ১ কোটি রোহিঙ্গা ঢুকিয়েছে', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
Daily Rashifal: বুধবারে কেমন থাকবে অর্থনৈতিক অবস্থা, দেখে নিন ১২ রাশির আজকের আর্থিক রাশিফল