Weather Today: অবশেষে স্বস্তি, চলে এল বর্ষা! তবে এগিয়ে আসছে ভয়ঙ্কর ঝড়ও, বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত

অবশেষে স্বস্তি, চলে এল বর্ষা! তবে এগিয়ে আসছে ভয়ঙ্কর ঝড়ও, বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত

Anulekha Kar | Published : Jun 30, 2024 7:00 AM
18
অবশেষে স্বস্তি চলে এল বর্ষা!

পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় প্রবেশ করেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। এমনই জানিয়েছে আবহাওয়া দফতর।

28
অবশেষে স্বস্তি চলে এল বর্ষা!

অন্যদিকে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণাবর্তটি আরও শক্তিশালী নিন্মচাপে পরিণত হয়েছে।

38
অবশেষে স্বস্তি চলে এল বর্ষা!

এখন এই নিমেনচাপ ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলে অবস্থান করছে।

48
অবশেষে স্বস্তি চলে এল বর্ষা!

তাই একদিকে মৌসুমি বায়ুর প্রবেশ অন্যদিকে ঘূর্ণাবর্তের জেরে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে।

58
অবশেষে স্বস্তি চলে এল বর্ষা!

কলকাতা-সহ অন্যানা্য জেলায় ব্যপক বৃষ্টিপাতের আশঙ্কা বলে জানিয়েছে হাওয়া অফিস। এ ছাড়াও তাপমাত্রা কমবে আরও ২ থেকে ৩ ডিগ্রি।

68
অবশেষে স্বস্তি চলে এল বর্ষা!

রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টিপাত হবে দুই ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।

78
অবশেষে স্বস্তি চলে এল বর্ষা!

বুধবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। কিন্তু জলীয় বাস্পের জন্য গরম থাকবে।

88
অবশেষে স্বস্তি চলে এল বর্ষা!

এখন আর বৃষ্টি আপাতত বন্ধ হচ্ছে না দক্ষিণবঙ্গে কারণ বর্ষার আগমন হয়েছে। আর ঘূর্ণাবর্তের জেলে সপ্তাহের শুরুতে ভারী বৃষ্টিপাত হবে বঙ্গ জুড়ে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos