অবশেষে দক্ষিণবঙ্গের সর্বত্রই বর্ষা প্রবেশ করল। নিম্নচাপের জেরে শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।
Saborni Mitra | Published : Jun 29, 2024 6:35 AM IST
দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ
শেষপর্যন্ত দীর্ঘ প্রতীক্ষার পর গোটা রাজ্যে বর্ষা প্রবেশ করল। সক্রিয় হল মৌসুমী বায়ু। পাশাপাশি বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ। যার কারণে গোটা রাজ্যেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
নিম্নচাপের অবস্থান
উত্তর - পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত শুক্রবার বিকেলেই নিম্নচাপে পরিণত হয়েছে। সেই নিম্নচাপ এখন রয়েছে উত্তর বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে।
শনিবার ভারী বৃষ্টি
শনিবার অতি ভারী বৃষ্টি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এই তিন জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর এবং বীরভূম জেলাতেও।
কলকাতাতে বৃষ্টি
শনিবার ও রবিবার কলকাতা সহ গাঙ্গেয় উপত্যকার জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
রবিবার বৃষ্টির পূর্বাভাস
ভারী বৃষ্টির সতর্কতা মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে।
তাপমাত্রা কমবে
নিম্নচাপের জেরে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই তাপমাত্রার পারদ কিছুটা নিম্নগামী। তবে এখনই ভ্যাপসা গরম থেকে মুক্তির কোনও সম্ভবনা নেই।
উত্তরবঙ্গে বৃষ্টি
শনিবার দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা গতকাল থেকেই কিছুটা নিচের দিকে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রির আশেপাশে।
বাকি জেলাতেও তাপমাত্রা নিম্নগামী
কলকাতা সহ বাকি জেলাগুলিতেও বৃষ্টির কারণে তাপমাত্রার পারদ কিছুটা হলেও কমছে। তবে আপাতত অস্বস্তি থেকে মুক্তির কোনও সম্ভাবনা নেই।