আর আসছে না বর্ষা! আবার বাড়বে ভ্যাপসা গরম? মাথায় হাত আবহাওয়া বিশেষজ্ঞদের
ফের আরও একবার বাড়ছে গরমের চোখ রাঙানি। বর্ষা ঢুকেও যেন ঢুকছে না দক্ষিণবঙ্গে.
বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও বৃষ্টি নেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। তাই ঠিক কবে বর্ষা ঢুকবে তা আন্দাজ করা যাচ্ছে না।
অন্যদিকে ফের বেড়েছে তাপমাত্রা। আগামী ২-৩ দিন এই রকম অস্বস্তিকর আবহাওয়া থাকারই সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।
২২ জুলাই স্নান যাত্রার দিনও সেইরকম বৃষ্টিপাত হয়নি দক্ষিণবঙ্গে।
অন্যদিকে উত্তরবঙ্গে বর্ষা ভালই প্রভাব ফেলেছে। জেলায় জেলায় ভারী বৃষ্টি। এখনও চলবে সেই বৃষ্টিপাত।
অন্যদিকে হলদিয়া পর্যন্ত মৌসুমি বায়ু প্রবেশ করলেও গাঙ্গেও পশ্চিমবঙ্গে এখনও দেখা নেই তার।
কলকাতা সহ সব জেলাতেই বৃষ্টিপাত কমার কথা জানিয়েছে আবহাওয়া দফতর কারণ বৃষ্টিপাত কমে যাচ্ছে সব দিকেই।
অন্যদিকে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতে বৃষ্টিপাত দেখা গেলেও কলকাতা, হাওড়া, হুগলিতে আগামী চার দিন বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।