DA Hike: এবার বাড়বেই রাজ্য সরকারি কর্মীদের বেতন! সুপ্রিম কোর্টের শুনানির পরে বেতন বাড়াবেন মমতা?

Published : Mar 10, 2025, 10:12 AM ISTUpdated : Mar 10, 2025, 10:52 AM IST

DA Hike: এবার বাড়বেই রাজ্য সরকারি কর্মীদের বেতন! সুপ্রিম কোর্টের শুনানির পরে বেতন বাড়াবেন মমতা?

PREV
18

ডিএ মামলা চলছে সুপ্রিম কর্টে। আগামী ২৫শে মার্চ রয়েছে শুনানি। এর মধ্যেই ৪ শতাংশ ডিএ বাড়িয়ে রাজ্য সরকার। 

28

আগে ১৪ শতাংশ ডিএ দিয়েছিল রাজ্য সরকার । পরে আরও ৪ শতাংশ ডিএ ঘোষণা করার পরে বর্তমানে ১৮ শতাংশ ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা। 

38

এরপর সুপ্রিমকোর্টের শুনানি বেশ অনেকটাই রাজ্য সরকারি কর্মীদের পক্ষ নিতে পারে বলে মনে করা যাচ্ছে। যদি তাই হয় বেশ অনেকটা ডিএ বাড়তে পারে রাজ্য সরকারি কর্মীদের।

48

কেন্দ্রের সঙ্গে মমতা সরকারের ডিএ-এর এখন প্রচুর পার্থক্য রয়েছে। এবার সেই পার্থক্য মিটে যেতে পারে বলে আশা করা যাচ্ছে। সবটাই নির্ভর করছে সুপ্রিম কোর্টের শুনানির উপরে।

58

অন্যদিকে সপ্তম বেতন কমিশন গঠনের সময় হয়ে গিয়েছে এই রাজ্যে। সপ্তম বেতন কমিশন বসালে এক ধাক্কায় বেশ অনেকটাই বেতন বেড়ে যেতে পারে সরকারি কর্মীদের।

68

রাজ্যে শেষ বেতন কমিশন গঠন হয়েছিল ২০১৫ সালে সেই মতো প্রায় ১০ বছর পরে ২০২৫ এ বেতন কমিশন গঠন করা উচিত। 

78

কিন্তু এখনও পর্যন্ত বেতন কমিশন নিয়ে কোনও ঘোষণা করেনি রাজ্য সরকার। তবে সুপ্রিম কোর্টের ঘোষণার উপরেই অনেকটা নির্ভর করে রয়েছে রাজ্য সরকারি কর্মীরা। 

88

সামনেই ভোট, তার আগে সরকারি কর্মীদের মুখে হাসি ফোটাতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে বেতবন কিছুটা বাড়বে বলেই আশা রাখছেন সরকারি কর্মীরা।

click me!

Recommended Stories