মাসের ১ তারিখে মেয়েদের ২ হাজার টাকা করে দেবে রাজ্য সরকার! বছর শেষে আবার চমকে দিল তৃণমূল

Published : Dec 08, 2024, 11:39 AM ISTUpdated : Dec 08, 2024, 11:41 AM IST

মাসের ১ তারিখে মেয়েদের ২ হাজার টাকা করে দেবে রাজ্য সরকার! বছর শেষে আবার চমকে দিল তৃণমূল

PREV
17

আবার বাড়বে  লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। এবার এই প্রকল্পের টাকা আরও বাড়িয়ে দিচ্ছে রাজ্য সরকার।

27

বর্তমানে সাধারণ শ্রেণির মহিলারা ১০০০ টাকা ও তফশিলি জাতির মহিলারা দেড় হাজার টাকা করে পান।

37

এবার এই টাকা ফের বাড়বে সামনের বছর বলেই জানা গিয়েছে সূত্র মারফত।

47

বিধানসভা ভোটের আগেই দারুণ খবর দিতে পারে তৃণমূল সরকার। এবার বেশ অনেকটা বাড়বে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা।

57

এবার টাকা বেড়ে সাধারণ শ্রেণির মহিলারা পাবেন দেড় হাজার টাকা ও তফশিলি জাতির মহিলারা পাবেন ২ হাজার টাকা।

67

এই টাকা পেতে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে উপযুক্ত নথি-সহ ফর্ম ফিলাপ করে জমা দিতে হবে।

77

এবার বিধানসভার আগে এই প্রকল্পকে ফের একবার হাতিয়ার করতে চলেছে তৃণমূল সরকার।

click me!

Recommended Stories