'মুসলিম হয়ে বিজেপি কেন করিস'! ঘন্টার পর ঘন্টা ধরে বিজেপি নেতার বাড়িতে চলল তৃণমূলের তান্ডব

Published : May 30, 2024, 02:00 PM IST
CPM party office allegedly ransacked during a blood donationa camp i Howrah BTG

সংক্ষিপ্ত

কেন সংখ্যালঘু হয়েও বিজেপি করছেন, মইনুদ্দিনকে তা নিয়ে গালিগালাজ করা হয় বলে অভিযোগ। এই সময় তাঁর বাড়িতেও বেপরোয়া ভাঙচুর চালানো হয়। বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই বিজেপি সংখ্যালঘু নেতা। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

তখন মাঝরাত। নিশ্চিন্তে বাড়িতে ঘুমোচ্ছিলেন মইনুদ্দিন মল্লিক ও তাঁর পরিবারের সদস্যরা। আচমকাই বিকট শব্দে ঘুম ভাঙে তাঁদের। দরজায় শব্দ হতেই ঘুম ভেঙে যায় তাঁদের। এরপরেই ঘরে ঢুকে পড়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ।

কেন সংখ্যালঘু হয়েও বিজেপি করছেন, মইনুদ্দিনকে তা নিয়ে গালিগালাজ করা হয় বলে অভিযোগ। এই সময় তাঁর বাড়িতেও বেপরোয়া ভাঙচুর চালানো হয়। বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই বিজেপি সংখ্যালঘু নেতা। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। শাসকদলের পাল্টা দাবি, মদ্যপ অবস্থায় এই ঘটনা ঘটিয়েছে বিজেপি এজেন্টেরই এক পরিচিত ব্যক্তি। যদিও তাঁর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই বলেই জানাচ্ছে তৃণমূল নেতৃত্ব।

শহর তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি শেখ মহম্মদ বিলাল বলেন, “শুনেছি গোটা ঘটনাটা। মদ খেয়ে পাড়ায় পাড়ায় ঘুরে এসব করেছে। আমাদের দলের লোক নয়।”

আক্রান্ত বিজেপি নেতার দাবি নির্বাচনের দিন তিনি তাঁর বুথে বিজেপির এজেন্ট হিসাবে কাজ করেছেন। সেই সময়েই তাঁকে হুমকির মুখে পড়তে হয়েছিল। ভোট মিটতেই মঙ্গলবার রাতে তিনি ও তাঁর পরিবারের লোকজন যখন বাড়িতে ঘুমিয়ে ছিলেন, তখন তৃণমূলের মদতপুষ্ঠ স্থানীয় এক দুস্কৃতী তাঁর বাড়িতে চড়াও হয়।

ঘটনার খবর পেয়ে আক্রান্ত বিজেপির বুথ সভাপতি মইউদ্দিন মল্লিকের বাড়িতে যান আরামবাগ লোকসভার বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগার-সহ বিজেপি নেতারা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি
Dilip Ghosh: বাংলায় ‘বাবরি মসজিদ’! বিজেপির দিলীপ হুমায়ুনকে দিলেন চরম উপদেশ