মর্মান্তিক! ফুটন্ত ডালের কড়াইয়ে পড়ে গেল ৩ বছরের শিশু, পশ্চিম মেদিনীপুরে ভয়ঙ্কর ঘটনা
মর্মান্তিক! সকলের অগোচরে গরম ডালের কড়াইয়ে পড়ে গেল তিন বছরের শিশু। ভোটের দিন পশ্চিম মেদিনীপুরের এক তৃণমূল পঞ্চায়েত সদস্যার বাড়িতে রান্না চলছিল। ব্যস্ততার মাঝে নিমেষের মধ্য়ে গরম ডালের কড়াইয়ের মধ্যে পড়ে যায় শিশুটি।
তাড়াতাড়ি করে তাকে হাসপাতালে নিয়ে গিয়েও কোনও লাভ হয়নি। ৩০ তারিখ ভোর ৫টা নাগাদ মৃত্যু হয় শিশুটির।
ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের পিংলায়। মৃত ওই শিশুর নাম শুভ্র সাঁতরা বলে জানা গিয়েছে। তৃণমূল পঞ্চায়েত সদস্যা শ্যামলী প্রামানিক সাঁতরার পুত্র শুভ্র। কিন্তু করে ঘটল এই মর্মান্তিক ঘটনা?
জানা গিয়েছে, ভোটের দিন দলীয় কর্মসূচি চলছিল। সেখানেই কাঠ দিয়ে ডাল নাড়ছিল শিশুটি। তারপরে ভার ধরে রাখতে না পেরে নিজেই ডালের কড়াইয়ে পড়ে যায় তিন বছরের শিশুটি। দ্রুত তাকে ভর্তি করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজে। পরে তাকে কলকাতা পাঠালেও শেষ রক্ষা হয়নি। প্রাণ হারাল শুভ্র। খবর জানাজানি হতেই শোকের ছায়া ছড়িয়ে পড়েছে পিংলা জুড়ে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে বলে জানা গিয়েছে।