ঘণ্টা খানেকের মধ্যেই পাল্টে যাবে আবহাওয়া, আকাশ ভাঙা বৃষ্টি হতে পারে বঙ্গে, হড়পা বানের আশঙ্কা জানাল আবহাওয়া দফতর

Published : Aug 04, 2024, 06:30 AM IST

ঘণ্টা খানেকের মধ্যেই পাল্টে যাবে আবহাওয়া, আকাশ ভাঙা বৃষ্টি হতে পারে বঙ্গে, হড়পা বানের আশঙ্কা জানাল আবহাওয়া দফতর

PREV
18
আগামী কয়েক ঘণ্টার মধ্যেই তেড়ে আসছে বৃষ্টি!

ভয়ঙ্কর! লাগাতার বৃষ্টিতে নাজেহাল দুই বঙ্গ। উত্তরবঙ্গে হড়পা বানের আশঙ্কা প্রকাশ করল আবহাওয়া দফতর।

28
আগামী কয়েক ঘণ্টার মধ্যেই তেড়ে আসছে বৃষ্টি!

ইতিমধ্যেই উত্তরবঙ্গের সব জেলায় সতর্কতা জারি করা হয়েছে। বিশেষত পার্বত্য অঞ্চলে হড়পা বানের আশঙ্কা বেশি।

38
আগামী কয়েক ঘণ্টার মধ্যেই তেড়ে আসছে বৃষ্টি!

শুধু উত্তরবঙ্গ নয়। মেঘ ভাঙা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গেও। বেশ কয়েকটি জেলায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

48
আগামী কয়েক ঘণ্টার মধ্যেই তেড়ে আসছে বৃষ্টি!

প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনায়। এই কয়েকটি জেলায় প্রবল বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে।

58
আগামী কয়েক ঘণ্টার মধ্যেই তেড়ে আসছে বৃষ্টি!

আগামী কয়েক ঘণ্টার মধ্যেই একেবারে বদলে যেতে পারে ছবি। মারাত্মক বৃষ্টিতে ভিজতে পারে বাংলা।

68
আগামী কয়েক ঘণ্টার মধ্যেই তেড়ে আসছে বৃষ্টি!

এই বছর তীব্র দাবদাহে জ্বলেছে বাংলা। মৌসুমী বায়ু মুখ ঘুরিয়ে নিয়েছে অনেক আগেই। কিন্তু উত্তরবঙ্গে বহুদিন ধরেই বৃষ্টিপাতে নাজেহাল হচ্ছে জন জীবন।

78
আগামী কয়েক ঘণ্টার মধ্যেই তেড়ে আসছে বৃষ্টি!

দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ উত্তরবঙ্গের থেকে বেশ কম হলেও কয়েকদিনের নিম্নচাপেই ভিজছে দক্ষিণবঙ্গ।

88
আগামী কয়েক ঘণ্টার মধ্যেই তেড়ে আসছে বৃষ্টি!

তবে গরমের অস্বস্তি কাটলেও এই ভাবে টানা বৃষ্টি হলে বেশ সমস্যার মুখে পড়তে হবে বঙ্গবাসীকে বলে অনুমান করছে হাওয়া অফিস।

click me!

Recommended Stories