মারের ভয়ে সরকারি হাসপাতাল থেকে পালাল রোগী! ঘটনার কথা স্বামী জানাতেই শোরগোল

Published : Feb 16, 2025, 02:30 PM IST
balurghat hospital news

সংক্ষিপ্ত

সার্জিক্যাল ওয়ার্ডেই চিকিৎসা চলছিল মামনির। অভিযোগ, সন্ধ্যায় যেখান থেকেই আচমকা গায়েব হয়ে যান ওই রোগী। সিটি স্ক্যানের রিপোর্ট নিয়ে হাসপাতালে ফিরে স্ত্রীর এমন আচমকা গায়েব হওয়ার খবর পেয়ে রীতিমত চমকে ওঠেন স্বামী বাসুদেব বর্মন। 

মারধরের ভয়ে হাসপাতাল ছেড়ে রোগী পালিয়ে গেল, এমন অভিযোগ ঘিরে শনিবার সন্ধ্যায় তুমুল হলুস্থুলু পরিস্থিতি তৈরি হয় বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে। এই ঘটনায় শোরগোল হতেই হাসপাতাল কর্তৃপক্ষ শিবতলী এলাকায় তার আত্মীয়র বাড়ি থেকে রোগী মামনি বর্মনকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয় হাসপাতালে। রোগীর মুখ থেকে সব শুনে হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে সরব হয়েছেন তার পরিবারের সদস্যরা। কেন রোগীকে মারধর করা হবে?এই প্রশ্নের এখন উত্তর খুঁজছেন সকলে। সরকারী হাসপাতালের ভেতর থেকে সকলের নজর এড়িয়ে একজন অসুস্থ রোগী কিভাবে পালিয়ে গেল, তা নিয়েও ক্ষুব্ধ হলেন রোগীর পরিবার।

পরিবার সূত্রে জানা গেছে, তপনের বালাপুরের বাসিন্দা মামনি বর্মন শুক্রবার বাইক থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পান। গুরতর অবস্থায় তাকে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সার্জিক্যাল ওয়ার্ডেই চিকিৎসা চলছিল মামনির। অভিযোগ, সন্ধ্যায় যেখান থেকেই আচমকা গায়েব হয়ে যান ওই রোগী। সিটি স্ক্যানের রিপোর্ট নিয়ে হাসপাতালে ফিরে স্ত্রীর এমন আচমকা গায়েব হওয়ার খবর পেয়ে রীতিমত চমকে ওঠেন স্বামী বাসুদেব বর্মন। এরপর খোঁজাখুঁজি করতেই শহরের শিবতলী এলাকায় তার আত্মীয়র বাড়িতে চলে যাবার খবর পান স্বামী । ঘটনা জানাজানি হতেই তড়িঘড়ি হাসপাতাল কর্তৃপক্ষ পাঠিয়ে অ্যাম্বুলেন্স পাঠিয়ে অসুস্থ রোগী মামনি বর্মনকে তড়িঘড়ি ফিরিয়ে আনার ব্যবস্থা করেন। যদিও প্রথম থেকেই মামনির অভিযোগ, সার্জিক্যাল ওয়ার্ডে তাকে মারধর করেছে সেখানকার সাদা পোশাকের কর্মীরা। যদিও তাদের নাম জানেন না তিনি। সকাল থেকেই তাকে মারধর ও অত্যাচার করা হয়েছে তাকে, যে ভয়েই হাসপাতাল ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন তিনি। স্ত্রীর মুখ থেকে এমন ঘটনা শুনে রীতিমতো স্তম্ভিত হয়ে যান স্বামী বাসুদেব বর্মন। সরকারি হাসপাতালে একজন অসুস্থ রোগীকে কেন মারধর করা হবে সে প্রশ্ন তুলে সরব হন তিনি। যদিও এরপরে সরকারী হাসপাতালের উপর আর ভরসা রাখতে পারেননি বালাপুরের বাসিন্দা পেশায় কৃষক বাসুদেব বর্মন। এদিন রাতেই হাসপাতাল থেকে ছুটি করিয়ে অসুস্থ স্ত্রীকে অ্যাম্বুলেন্সে করে বাড়ি ফিরিয়ে নিয়ে গিয়েছেন। যদিও ওই রোগীকে মারধরের অভিযোগ অস্বীকার করা হয়েছে হাসপাতালের তরফে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Dilip Ghosh: বাংলায় ‘বাবরি মসজিদ’! বিজেপির দিলীপ হুমায়ুনকে দিলেন চরম উপদেশ
১৮০ ডিগ্রি ঘুরে গেলেন হুমায়ুন কবীর, জানিয়ে দিলেন 'কেন' তিনি বিধায়ক পদ ছাড়বেন না