
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, গভীর নিম্নচাপ দক্ষিণ-পূর্ব পাকিস্তানে। এটি পশ্চিম ও দক্ষিণপশ্চিম দিকে এগিয়ে উত্তর-পূর্ব আরব সাগর আগামী ১২ ঘন্টায় গভীর শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। যারফলে দক্ষিণবঙ্গে বুধবার থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। ৮জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
মৌসুমী অক্ষরেখা ফের বাংলায় অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা পাকিস্তানের গভীর নিম্নচাপের থেকে জয়সালমীর আগ্রা লখনৌ বারানসি দেহরি থেকে বাঁকুড়া এবং দীঘা হয়ে পূর্ব দিকে এগিয়ে উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টি। বুধবার অতিভারী বৃষ্টি আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা ওপরের জেলায়। সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টি চলবে।
বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কয়েক পশলা হতে পারে। বৃষ্টির সঙ্গে থাকবে দমকা ঝড়ো বাতাস। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বাতাস বইতে পারে। শনিবার থেকে ফের কমবে বৃষ্টির পরিমাণ। উইকেন্ডে বৃষ্টি কমবে অস্বস্তি বাড়বে। জলীয় বাষ্প বেশি থাকায় বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবারে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে। শুক্রবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শনিবারে শুধু দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে।
মহানগরে সকাল থেকেই আর্দ্রতাজনিত অস্বস্তি। বেলা বাড়লে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশী। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সামান্য সম্ভাবনা। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি। না হলেই আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। শনিবার ও রবিবার উইকেন্ডে কমবে বৃষ্টি। আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
সিকিম এবং উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির সতর্কতা। অসম, মেঘালয়, মণিপুর মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরাতে ভারী বৃষ্টি। বৃষ্টি হতে পারে ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত। তামিলনাড়ু, পন্ডিচেরি, করাইকালে ভারী বৃষ্টি। ভারী বৃষ্টি সৌরাষ্ট্র, কচ্ছ বিহার, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ উপকূল। কেরল মাহে এবং পশ্চিম রাজস্থানেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস সূত্রে খবর, অন্ধপ্রদেশ কর্ণাটক বিহার ঝাড়খন্ডে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। কেরালা মাহে ওড়িশা তেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝড় ও বাতাস। তামিলনাড়ু, পন্ডিচেরি, করাইকেল, তেলেঙ্গানাতে বজ্রবিদ্যুৎ সহবৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে সিকিম এবং উত্তরবঙ্গেও।