মমতা সরকারের দেওয়া ‘লক্ষ্মীর ভাণ্ডার’-র টাকায় মা দুর্গার আরাধনা, দেখুন কোথায় কোথায়

Published : Oct 04, 2024, 05:33 PM ISTUpdated : Oct 04, 2024, 05:36 PM IST

এবার দুর্গাপুজোয় মমতা সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকায় পুজো হচ্ছে একাধিক জায়গায়। দত্তপুকুর, নবদ্বীপ, মুরুটিয়া সহ একাধিক জায়গায় স্থানীয় মহিলারা এই টাকায় পুজোর আয়োজন করছেন।

PREV
110

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সারা বছর এই চারটে দিনে অপেক্ষায় থাকেন সকলে। ধনী থেকে গরিব সকলের কাছেই এই চারটে দিন সব থেকে বেশি গুরুত্ব পায়। সকল দুঃখ-কষ্ট ভুলে ঢাকের তালে আনন্দে গা ভাসাতে চান সকলে।

210

কিন্তু, সকলের পক্ষে তা সম্ভব হয়ে ওঠে না। সারা পশ্চিমবঙ্গ জুড়ে বহু পুজো হয় বলে এই নয় যে সকলের বাড়ির সামনে দেবী আরাধনা হয়ে থাকে। বিশেষ করে গ্রামের দিকে অনেক দূরে দূরে পুজো দেখা যায়।

310

সে কারণে ইচ্ছা থাকলেও অনেকেই সেভাবে পুজোর আনন্দে গা ভাসাতে পারেন না। এই কারণে অনেকেই নিজ এলাকায় দেবী বন্দনার কথা ভাবেন। কিন্তু অর্থের অভাবের কারণে তা সম্ভব হয়ে ওঠে না।

410

এবার এই অসম্ভবই সম্ভব হল মমতা সরকারের জন্য। পুজোর অনুদান নয়, বরং মমতার দেওয়া লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় এবার একাধিক জায়গায় পুজিত হবে মা দুর্গা। দেখে নিন ‘লক্ষ্মীর ভাণ্ডার’র টাকায় কোথায় কোথায় হচ্ছে পুজো।

510

এবার দত্তপুকুরের কালাচাঁদ পাড়ার অধিবাসীবৃন্দের মহিলারা পুজো করবেন লক্ষ্মী ভাণ্ডারের টাকায়। সেখানে প্রায় ২৫০০ মানুষ বাস করেন। এই এাকায় দীর্ঘদিন ধরে এখচি পুজো হয়। তবে, এবার পাড়ার মহিলারা ঠিক করেছেন তারাও উমা আরাধনা করবেন।

610

এবছর তারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় পুজো করবে বলে স্থির করেন। কমিটিতে ৭০ জন সদস্য আছেন। সকলেই নিজেদের এক মাসের টাকা দিয়েছেন এই পুজোর চাঁদা হিসেবে।

710

নদীয়ার নবদ্বীপ পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের ঢাকা নগর নতুন পাড়া এলাকায় হচ্ছে নারী শক্তি সর্বজনীন পুজো। ৫৭ জন মহিলা সদস্য এই কমিটিতে। করোনা মহামারীর সময় ওই এলাকার স্থানীয় মহিলারা পাড়ায় পুজো করার সিদ্ধান্ত নেন। কিন্তু, ইচ্ছা থাকলেও আর্থিকভাবে পিছিয়ে পড়া এলাকার বাসিন্দা স্থানীয় মহিলারা অর্থাভাবে পুজো শুরু করতে পারেননি।

810

এরপর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ৫০০ টাকা বৃদ্ধি হওয়ার পর আশার আলো দেখেন তাঁরা। প্রতি মাসের হাজার টাকা জমিয়ে পুজো করছেন ৫৭ জন। এবার সেখানে লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় হবে দেবী বন্দনা।

910

নদিয়ার মুরুটিয়া থানার অন্তর্গত কৃষ্ণপুর গ্রামে লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় হবে দেবী বন্দনা। এই গ্রামে ৫২ জন মহিলা মিলে এবার পুজো করবেন।

1010

তবে, শুধু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নয়। এই সকল মহিলাদের কেউ কেউ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়েছেন তো কেউ বিধবা ভাতা বা কারও বার্ধক্য ভাতার টাকায় পুজো হবে এই বছর।

click me!

Recommended Stories