হেনস্থা বা রোষের মুখে নয়, নির্বাচণের প্রচারে বেড়িয়ে সরাসরি জুটলো বিয়ের প্রস্তাব, কী উত্তর দিলেন দেবাংশু

Published : May 15, 2024, 11:54 AM IST
Debanshu Bhattacharya

সংক্ষিপ্ত

নির্বাচণের প্রচারে রাজ্য রাজনীতির 'এলিজবেল ব্যাচেলর' দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে ঘটলো একবারে অন্য এক পরিস্তিতি। কিভাবে সামলানের তিনি 

নির্বাচণের প্রচার মানেই যে সব সময় ফুল মালা দিয়ে স্বাগত জানাবে জনসাধারণ এমনটা আর হয় না। বর্তমানে বদলে গিয়েছে প্রতিবাদের ভাষা। প্রার্থীকে রীতিমতো প্রাণ হাতে নিয়ে পালাতেও হয়েছে প্রচারে বেড়িয়ে। কোথাও বা পড়তে হয়েছে হেনস্থার মুখে। তবে এই রাজ্য রাজনীতির 'এলিজবেল ব্যাচেলর' দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে ঘটলো একবারে অন্য এক পরিস্তিতি।

মঙ্গলবার হলদিয়ার ভোট প্রচারে গিয়ে দেবাংশু পেলেন বিয়ের প্রস্তাব। এমন পরিস্থিতে ছেলে বা মেয়ে রীতিমতো চমকে যান। কী উত্তর দেবেন, কীভাবে সামলাবেন পরিস্থিতি তা ভাবতেই সময় লেগে যায়। কিন্তু তিনি দেবাংশু, কথা তাঁর ঠোটের গোড়ায়, প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গেই মুখের উপর প্লাটা উত্তর দিলেন তিনি। আমার সবে ২৮ বছর বয়স, এখনই আমি বিয়ে কী করবো? তবে দলীয় কর্মীর থেকে এমন কথা শুনে মনে মনে বেজায় খুশি হয়েছেন তিনি, লজ্জাও পেয়েছেন।

দেবাংশু আরও বলে, ''সবে মাত্র দলের হলে সরাসরি ভোটে লড়াই করতে নেমেছি, আরও ৪-৫ বছর পর বিয়ের কথা ভাববো, এখনই এই সব বিষয়ে কিছু ভাবিনি, আমার বয়সটা খুবই কম। আপাতত জয়ী হয়ে তমলুকের মানুষদের জন্য অনেক কিছু করতে হবে, বিয়ে করলেই তো সংসারে আটকা পড়ে যাবো।''

PREV
click me!

Recommended Stories

Today Live News: বঙ্গে শীতের ইনিংস শুরু, সপ্তাহ শেষে পারদ পতনের ইঙ্গিত? এবার কী শীতে কাঁপবে বঙ্গবাসী
WB Weather Update: বঙ্গে শীতের ইনিংস শুরু, সপ্তাহ শেষে পারদ পতনের ইঙ্গিত? এবার কী শীতে কাঁপবে বঙ্গবাসী