জয় 'বাংলা'! উদয়নারায়ণপুরে মদের স্লিপ নিয়ে বিতর্কে অভিযোগ অস্বীকার তৃণমূলের

হাওড়ার উদয়নারায়ণপুরে তৃণমূলের লোগো সম্বলিত মদের কুপন ভাইরাল হওয়ায় তোলপাড়। বিজেপি ষড়যন্ত্রের অভিযোগ করলেও তৃণমূল নেতা স্বীকার করেছেন স্বাক্ষর তাঁর।

সাদা কাগজের একপাশে দলীয় প্রতীকে তৃণমূল পাঁচারুল এরিয়া কমিটির সিল। তার উপর একটি স্বাক্ষর। পাশে লেখা আছে 'মদ (বাংলা)'। এমন কুপনের ছবি ভাইরাল হতেই তোলপাড় শুরু হয়েছে হাওড়ার বন্যাকবলিত উদয়নারায়ণপুরে। এই কুপনের সত্যতা যাচাই করেনি। পাঁচারুল এলাকা উদয়নারায়ণপুরে। রবিবার উদয়নারায়ণপুর কেন্দ্র তৃণমূল সভাপতি সমরেশ চোঙদার জন্মদিন উপলক্ষে পার্টি অফিসে একটি অনুষ্ঠানের আয়োজন করার দাবি স্থানীয় বাসিন্দা এবং স্থানীয় বিজেপি নেতৃত্বের একাংশের। সেখানে কুপন বিতরণ করে কোথাও থেকে এক বোতল দেশি মদের আনার কথা বলা হয়েছিল। কুপনে স্বাক্ষর করেন দলের আঞ্চলিক কমিটির সভাপতি দিনবন্ধু পালের।

বিজেপি ষড়যন্ত্র খারিজ করে। জেলা বিজেপি নেতা রমেশ সাধুখান পাল্টা আঘাত করে বলেছেন, "রাজনীতি করতে গিয়ে এত নীচে নত হওয়া আমাদের নীতি নয়। তৃণমূলের সংস্কৃতি সবাই জানে। সমরেশ এই পদ্ধতিতে মদ পৌঁছে দেওয়ার বিষয়টি অনুমোদন করেননি। তিনি দাবি করেন, "এটি বিজেপির সম্পূর্ণ ষড়যন্ত্র। পার্টি অফিসে আমার জন্মদিন খুব স্বাভাবিকভাবে পালন করা হয়েছে।

Latest Videos

বিজেপি পায়ের তলার মাটি সরে গিয়ে এই অপরাধ করছে।'' স্বীকার করে স্বাক্ষরটি তাঁরই, দীনবন্ধু। দাবি করেছেন, “দলীয় অধিভুক্ত নির্বিশেষে আমরা বন্যার সময় ত্রাণের জন্য কুপন বিতরণ করি। হয়তো বিজেপি কর্মীর হাতে একটা ফাঁকা কুপন পড়ল। এই নিয়ে তিনি নির্বিচারে মদের কথা লিখে ভাইরাল করেন।

 

Share this article
click me!

Latest Videos

Bangladesh-এ এবার চিন্ময় কৃষ্ণ দাসের ভক্তদের উপর আক্রমণ, গর্জে উঠে যা বললেন Suvendu Adhikari
Chinmay Krishna Das-কে দেখা মাত্রই 'জয় শ্রী রাম' ধ্বনিতে মুখরিত চট্টগ্রাম কোর্ট চত্বর, দেখুন ভিডিও
কলকাতার রাজপথে ফের প্রতিবাদের মশাল মিছিল! প্রভু চিন্ময়ের মুক্তির দাবিতে চললও বিক্ষোভ মিছিল
Suvendu Adhikari Live: সাংবাদিক বৈঠকে শুভেন্দু, কী বার্তা, দেখুন সরাসরি
‘এমন পরিস্থিতি করবো ৭১-এর থেকেও তিনগুণ বেশি বুঝতে পারবে!’ Suvendu-র তীব্র হুঁশিয়ারি