মুখ্যমন্ত্রীর সঙ্গে জঙ্গি যোগ! এই মন্তব্য করার দায়ে অর্জুন সিং-এর বিরুদ্ধে FIR দায়ের তৃণমূল নেতার

Published : Dec 26, 2024, 09:16 PM IST
Arjun Singh

সংক্ষিপ্ত

ভাটপাড়া পুরসভার কাউন্সিলর অভিমন্য তিওয়ারি প্রাক্তন সাংসদ জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেন। তিনি বলেন, আমাদের নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মান রয়েছে। 

আবার বিপাকে অর্জুন সিং। বিরোধী দলনেতার খুনের আশঙ্কা মুখ্যমন্ত্রী-সহ রাজ্য পুলিশের সঙ্গে জিহাদিদের যোগসাজশ থাকতে পারে। দিন কয়েক আগে এমনই অভিযোগ তুলেছিলেন বিজেপি নেতা অর্জুন সিং। তারপরই অর্জুন সিং-এর বিরুদ্ধে জগদ্দল থানায় অভিযোগ দায়ের করলেন ভাটপাড়া পুরসভার তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অভিমন্য তিওয়ারি। এই অভিযোগের ভিত্তিতেই শুক্রবার অর্জুন সিংকে থানায় তলব করা হয়েছে বলেও পুলিশ সূত্রের খবর।

বুধবার ভাটপাড়ায় নিজের বাড়িতে সাংবাদিক বৈঠকে বলেছিলেন অর্জুন সিং। সেখানেই তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রাণহানির আশঙ্কা রয়েছে বলে বলেন। তিনি অভিযোগ করেন, 'শুভেন্দু অধিকারীর কনভয়ে গাড়ি ঢুকিয়ে আইডি ব্লাস্ট করন হতে পারে। পাবলিক প্রোগ্রামে থাকলে রাসায়নিক স্প্রে করা হতে পারে। এছাড়াও এখন বহু অনলাইন সংবাদ মাধ্যম হয়েছে। সেখানেই কেউ সাংবাদিক সেজে ভুয়ো বুম বানিয়ে কাছে গিয়ে হামলা করতে পারে। '

তবে এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান টার্গেট শুভেন্দু অধিকারী। তাঁর মতে কেন্দ্রীয় সরকারে কড়া নিরাপত্তা পাওয়া ব্যক্তিকে রাজ্য এজেন্সির সহযোগিতা ছাড়া খুন করা সম্ভব নয়। হামলাকারীদের সেভ প্যাসেজ করে দিতে বিশেষভাবে দুই-তিনজন আইপিএসকে দায়িত্ব দেওয়া হয়েছে। সিভিক ভলান্টিয়ারের নাম স্টেট এজেন্সিতে জেহাদি ঢুকিয়ে জাল পাসপোর্ট আধার কার্ড বানান হয়েছে।

ভাটপাড়া পুরসভার কাউন্সিলর অভিমন্য তিওয়ারি প্রাক্তন সাংসদ জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেন। তিনি বলেন, 'আমাদের নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মান রয়েছে। তাই তাঁর নামে বলায় আমার খারাপ লেগেছে। অর্জুন সিংয়ের কাছে কোনও তথ্য প্রমাণ নেই। তবুও যখন খুশি যা ইচ্ছে তাই বলে দিচ্ছেন এটাও ঠিক নয়। এছাড়াও ২০১৯ সালের পরে জগদ্দল, ভাটপাড়ায় হু গন্ডোগল হয়েছে। সে মন্তব্য করে তিনি আবার অশান্ত করে তুলতে চাইছেন। সেই কারণেই পুলিশের কাছে অভিযোগ জানান হয়েছে।'

পুলিশ সূত্রে খবর, অর্জুন সিংকে ই-মেল মারফত নোটিস পাঠানো হয়। বৃহস্পতিবার তাঁর বাড়িতে গিয়েও নোটিস দেয় জগদ্দল থানার পুলিশ। তবে অর্জুন সিং বর্তমানে রাজ্যে নেই। তবে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি অর্জুন সিং।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

Adhir Ranjan Chowdhury: ‘ভোটের সময় ওনাকে প্রমাণ করতে হয় উনি অনেক বড় হিন্দু!’ মমতাকে ধুয়ে দিলেন অধীর
সোম-মঙ্গল ২ দিনের ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, কোচবিহারে ঠাসা কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের